Current Bangladesh Time
শনিবার জুলাই ৫, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চীনের সিচুয়ান প্রদেশে দাবানলে দমকলকর্মীসহ ১৯ জন নিহত 
Wednesday April 1, 2020 , 12:04 pm
Print this E-mail this

দুপুরে একটি খামারে আগুন লাগে এবং প্রবল বাতাসের কারণে দ্রুত সেটি কাছের পর্বতমালায় ছড়িয়ে পড়ে

চীনের সিচুয়ান প্রদেশে দাবানলে দমকলকর্মীসহ ১৯ জন নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চীনের সিচুয়ান প্রদেশে দাবানলে দমকলকর্মীসহ ১৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় মাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। এক তথ্য কর্মকর্তা জানান, সোমবার (৩০ মার্চ) দুপুরে একটি খামারে আগুন লাগে এবং প্রবল বাতাসের কারণে দ্রুত সেটি কাছের পর্বতমালায় ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরপরই জরুরি ভিত্তিতে ওই অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সাহায্যের জন্য ৩শ’ দমকলকর্মী এবং ৭শ’ মিলিশিয়া সদস্য পাঠানো হয়। আগুন নেভানোর অত্যাধুনিক সরঞ্জামসহ আরও ৮৮৫ দমকলকর্মীকেও পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল। হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের কারণে দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত দমকলকর্মীদের একটি দল আগুনের মধ্যে আটকে যায়। এ ঘটনায় ১৯ জন নিহত হন। তাদের মধ্যে ১৮ দমকলকর্মী এবং স্থানীয় একজন খামারকর্মীও ছিলেন, যিনি তাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করছিলেন।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা