দুপুরে একটি খামারে আগুন লাগে এবং প্রবল বাতাসের কারণে দ্রুত সেটি কাছের পর্বতমালায় ছড়িয়ে পড়ে
চীনের সিচুয়ান প্রদেশে দাবানলে দমকলকর্মীসহ ১৯ জন নিহত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চীনের সিচুয়ান প্রদেশে দাবানলে দমকলকর্মীসহ ১৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় মাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। এক তথ্য কর্মকর্তা জানান, সোমবার (৩০ মার্চ) দুপুরে একটি খামারে আগুন লাগে এবং প্রবল বাতাসের কারণে দ্রুত সেটি কাছের পর্বতমালায় ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরপরই জরুরি ভিত্তিতে ওই অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সাহায্যের জন্য ৩শ’ দমকলকর্মী এবং ৭শ’ মিলিশিয়া সদস্য পাঠানো হয়। আগুন নেভানোর অত্যাধুনিক সরঞ্জামসহ আরও ৮৮৫ দমকলকর্মীকেও পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল। হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের কারণে দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত দমকলকর্মীদের একটি দল আগুনের মধ্যে আটকে যায়। এ ঘটনায় ১৯ জন নিহত হন। তাদের মধ্যে ১৮ দমকলকর্মী এবং স্থানীয় একজন খামারকর্মীও ছিলেন, যিনি তাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করছিলেন।