Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ৭, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ 
Friday November 7, 2025 , 10:07 am
Print this E-mail this

মালিকপক্ষ জানিয়েছে, তারা আর শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসবে না

চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাবার চাকরি নেই। তাই মা-বাবার সঙ্গে প্রতিবাদ জানাতে থালা হাতে রাস্তায় বসেছে প্রায় অর্ধশত শিশু। বৃহস্পতিবার (নভেম্বর ৬) দুপুরে বরিশাল নগরীর বগুড়া রোডে এ দৃশ্য দেখ যায়। এদিন অপসো স্যালাইন ফার্মা লিমিটেডের সামনে বিক্ষোভ সমাবেশ করেন চাকরিচ্যুতরা। জানা গেছে, গত ২৯ অক্টোবর ওষুধ শিল্প প্রতিষ্ঠান অপসোনিন লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান অপসো স্যালাইন ফার্মা কর্তৃপক্ষ ৫৭০ জন কর্মচারীকে ছাঁটাই করে।

এর পর থেকে ছাঁটাই হওয়া শ্রমিকরা লাগাতার আন্দোলন শুরু করেন। ফলে ৮ দিন ধরে কারখানাটি অচল হয়ে আছে। বৃহস্পতিবার কারখানার সামনে শ্রমিকদের আন্দোলনের সঙ্গে তাদের কোমলমতি সন্তানরাও যুক্ত হয়। শ্রমিক গোপাল চন্দ বলেন, বুধবার শ্রম অধিদপ্তরে মালিক-শ্রমিক বৈঠক হয়েছে; কিন্তু কোনো সমঝোতা হয়নি। বৃহস্পতিবার আবারও বৈঠক হওয়ার কথা ছিল। আমরা তো মরবই। তবে ঘরে বসে মরতে চাই না, তাই রাস্তায় নেমেছি। শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করা বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন, শ্রম অধিদপ্তরে আবারও সভা হওয়ার কথা থাকলেও মালিকপক্ষ জানিয়েছে, তারা আর শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসবে না।বরিশাল অপসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এইচআর বিভাগের সাকেদুল ইসলাম বলেন, স্টেরিপ্যাক বিভাগের ৫৭০ জনের মতো শ্রমিককে অব্যাহতি দিয়ে ঢাকা হেড অফিস থেকে চিঠি দিয়েছে। স্টেরিপ্যাক বিভাগটি কোম্পানির পক্ষে এখন আর উৎপাদন অব্যাহত রাখা সম্ভব নয়। যদি পূণরায় এটি চালু করা হয় তখন যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাদের প্রাধান্য দেওয়া হবে। বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে অপসো স্যালাইনের চাকরিচ্যুত শ্রমিকরা চাকরি ফিরে পেতে থালা-বাটি নিয়ে অবস্থান এবং বিক্ষোভ করেছে। এ কারণে ওই সড়কে যানবাহন চলাচল বিঘ্ন ঘটছে। গত ২৯ অক্টোবর থেকে তারা কর্মসূচি পালন করছে। আমরা চেষ্টা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার।




Archives
Image
চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ
Image
প্রার্থী ঘোষণার মাধ্যমে সরোয়ারের প্রত্যাবর্তন, বরিশাল বিএনপিতে ঐক্যের সুর
Image
ডিসেম্বরেই খুলে দেওয়া হবে বরিশালের ‘গোমা সেতু’
Image
পিরোজপুরের ৩টি আসনের মধ্যে দুটিতে বিএনপির প্রার্থী ঘোষণা
Image
রাস্তা সংস্কারের দাবিতে বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন