Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চাঁদ রাতে আসছে জেমসের নতুন গান ‘সবই ভুল’ 
Tuesday April 18, 2023 , 11:12 pm
Print this E-mail this

বসুন্ধরা ডিজিটাল চ্যানেলে বেশ কয়েকটি গানের জন্য চুক্তিবদ্ধ

চাঁদ রাতে আসছে জেমসের নতুন গান ‘সবই ভুল’


মুক্তখবর বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরের চাঁদ রাতে প্রকাশ পাচ্ছে নগরবাউল জেমসের নতুন গান ‘সবই ভুল’। জেমস এবং বিশু শিকদারের যৌথভাবে কথায় গানটির সুর করেছেন গায়ক নিজেই। বসুন্ধরা ডিজিটালের ইউটিউব প্লাটফর্মে মুক্তি পাবে গানটি। গেল বছরে এই প্লাটফর্মের ব্যানারে দীর্ঘ দিন পর নতুন গানে কণ্ঠ দিয়েছিলেন জেমস। সোমবার এক আয়োজনে জেমসের আসন্ন গানটির স্মারক বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে জেমসের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে গানটির আনুষ্ঠানিক প্রকাশের তারিখও ঘোষণা করা হয়। নতুন এই গানটি প্রসঙ্গে মাহফুজ আনাম জেমস বলেন, ‘প্রথম গানের শ্রোতাদের প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে সময় নিয়ে দ্বিতীয় গানটি করা হয়েছে। ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করবো।
১৭ এপ্রিল, বসুন্ধরা গ্ৰুপ সেক্টর-এ কর্তৃক পরিচালিত “বসুন্ধরা ডিজিটাল” ইউটিউবের যাত্রা খুব বেশি দিনের নয়। নতুন হলেও ভিন্নধর্মী এবং সৃষ্টিশীল কনটেন্ট উপহার দেয়ার জন্য ইতিমধ্যেই চ্যানেলটি পেয়েছে দর্শক জনপ্রিয়তা। লক্ষাধিক সাবস্ক্রাইবারের এই চ্যানেলটি তাদের নিজস্ব পণ্যের সৃষ্টিশীল বিজ্ঞাপন ভিডিও ছাড়াও নিয়ে এসেছে বেশ কিছু মৌলিক ভিন্নধর্মী নাটক। যা সাড়া ফেলছে ইউটিউবের দর্শকদের মধ্যে। তারই ধারাবাহিকতায় নিজেদের প্রোডাকশন-এ দ্বিতীয় মিউজিক ভিডিও পাবলিশ করতে যাচ্ছে এই ইউটিউব চ্যানেলটি। নগরবাউল জেমস বসুন্ধরা ডিজিটাল চ্যানেলের জন্য বেশ কয়েকটি গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ২৮শে এপ্রিল, ২০২২ এ বসুন্ধরা ডিজিটাল ইউটিউব প্লাটফর্ম এর সাথে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। প্রথম গানটি প্রকাশিত হয়েছিলো গেলো বছরের ঈদ উল ফিতরে। ধাপে ধাপে অন্যান্য গানগুলো এই চ্যানেল থেকেই প্রকাশিত হবে। গানের পূর্ণ স্বত্বাধিকার থাকছে বসুন্ধরা ডিজিটাল এর কাছে। প্রথম গানের পর প্রায় ১ বছর পর, জেমস এবং বিশু শিকদারের যৌথভাবে লেখা এবং জেমসের সুরে দ্বিতীয় মৌলিক গান নিয়ে আসতে যাচ্ছে। কেনো এতদিন অপেক্ষা করতে হলো নতুন গানের জন্য এই প্রশ্নে জেমস বলেন, প্রথম গানের শ্রোতাদের প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে সময় নিয়ে দ্বিতীয় গানটি করা হয়েছে। বসুন্ধরার আন্তরিকতা এবং কাজের স্বাধীনতা ছিলো বলে সময় নিয়েছি ভালো কিছু উপহার দেয়ার জন্য। ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সাথে করবো এবং পরবর্তীতে এলবাম আকারে প্রকাশের ইচ্ছে আছে। বসুন্ধরা ডিজিটাল এর জন্য শুভ কামনা, আশা করি, এই প্লাটফর্ম দেশের এক নম্বর এন্টারটেইনমেন্ট প্লাটফর্ম হিসেবে অচিরেই জায়গা করে নিবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্ৰুপের সেক্টর-এ এবং বসুন্ধরা ডিজিটালের উর্দ্ধতন কর্মকর্তাগণ।




Archives
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ