Current Bangladesh Time
মঙ্গলবার ডিসেম্বর ১৬, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কলকাতায় হোটেলে আগুন, এক বাংলাদেশির মৃত্যু 
Saturday March 12, 2022 , 1:02 pm
Print this E-mail this

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে

কলকাতায় হোটেলে আগুন, এক বাংলাদেশির মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনায় শামীমাতুল আফরোজ (৬০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, ভোর সাড়ে ৪টায় ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) ওই হোটেলে আগুন লাগে। দোতলা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থালে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই হোটেলের এক কর্মী জানান, প্রথমে রিসিপশনে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে অন্যান্য কক্ষে। এ সময় কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। একে একে ১০ থেকে ১২টি কক্ষ পুড়ে যায়। ওইসব কক্ষে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। সেখান থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু শামীমাতুল আফরোজ নামে এক বৃদ্ধকে সরিয়ে নেওয়া সম্ভব হয় না। পরে দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। ওই কর্মী আরও জানান, নিহত ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই হোটেলের দুইতলার ঘরগুলোতে ধোঁয়া ছড়িয়ে পড়ে কিন্তু আগুন লেগেছিল একতলার রিসেপশনে। হোটেলের কোনো কোনো ঘরে এসি চলছিল, এর ফলে ঘরগুলোতে ধোঁয়া হওয়ায় বেরনোর পথ খুঁজে পাননি অনেকে। আগুনে আহত হয়েছেন তিনজন। তাদের কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যেও একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তার নাম মেহতাব আলম (৪২)।

সূত্র : জি২৪ঘণ্টা




Archives
Image
বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা
Image
বরিশালে দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ১৯
Image
হাদির ওপর হামলায় সন্দেহভাজন দু’জনের পাসপোর্ট ব্লক
Image
খালেদা জিয়া সবসময় ইসলামের পক্ষেদৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন : রহমাতুল্লাহ
Image
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০