Current Bangladesh Time
রবিবার অক্টোবর ৫, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা অসুর বধ করতে ডাক্তার বেশে দেবী দুর্গা, ছবি ভাইরাল 
Monday October 19, 2020 , 9:05 pm
Print this E-mail this

‘অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ নামে একটি টুইটার হ্যান্ডলে এই ছবিটি পোস্ট করা হয়

করোনা অসুর বধ করতে ডাক্তার বেশে দেবী দুর্গা, ছবি ভাইরাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনা অসুর বধ করতে ডাক্তার রূপে হাজির হয়েছেন দেবী দুর্গা। এমনই থিমে দেবী দুর্গাকে তৈরি করেছে ভারতের পশ্চিমবঙ্গের একটি পূজা মণ্ডপে। যেখানে দেখা যায়, ডাক্তারূপী দুর্গা ত্রিশূল দিয়ে বধ করছেন অসুররূপী করোনাকে। ছবিটি ফেসবুক ও টুইটারে ভাইরাল হয়ে পড়ে। জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার হালিশহর এলাকার এক পূজা মণ্ডপে এমন ডাক্তার বেশি দেবী দুর্গার দেখা মেলে। যদিও শিল্পীর নাম জানা যায়নি। ভারতীয় গণমাধ্যম জানায়, করোনা আবহে ভারতে উৎসব পালন শুরু হলেও এবার ছুটি নেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের। তেমন সব সময়ে প্রস্তুত থাকতে হবে চিকিৎসকদেরও। সত্যিই দশভুজার মতো দশ হাতে সামলাতে হবে পরিস্থিতি। এমন বিবেচনাবোধ থেকেই কলকাতার বেশ কিছু পূজা মণ্ডপে ডাক্তার, নার্সদের রূপে হাজির করা হয়েছে দুর্গাকে। অবশ্য এর আগে কোনো থিমে নয়, একেবারে জীবন্ত নারী ডাক্তাররাই দেবী দুর্গার রূপ ধরেছিলেন। ‘অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ নামে একটি টুইটার হ্যান্ডলে এই ছবিটি পোস্ট করা হয়। থিমের দুর্গা নয়, বাস্তবের এক মহিলা চিকিৎসকেরই যেন দশটি হাত। মা দুর্গার মতো সব হাতে অস্ত্রের বদলে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম। ছবিতে তাকে এক রোগীর পরিচর্যা করতেও দেখা যাচ্ছে। সেই ছবিটিও টুইটার থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপেও ঘুরছে ‘চিকিৎসক অবতারের’ ছবি। কমেন্টে কমেন্টে চলছে নতুন রূপের বন্দনা। নেটাগরিকরা বলছেন, ভাইরাস অসুর থেকে বাঁচতে চিকিৎসকই তো আসল ভগবান। গোটা বিশ্বের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরাও যাতে ভালো থাকেন, সেই প্রার্থনাও করেছেন অনেকে।




Archives
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন
Image
অক্টোবরে আসছে বাম দলগুলোর নতুন জোট
Image
বরিশাল জেলা বিএনপির বিবৃতির বিষয়ে যা বললেন আবু নাসের রহমাতুল্লাহ
Image
সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই-রহমাতুল্লাহ
Image
মা ইলিশ সংরক্ষণে বরিশালে বিশেষ অভিযান শুরু