Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কঠোর অবস্থানে বরিশাল পুলিশ প্রশাসন : চেকপোস্টে পুলিশের মোটরসাইকেল জব্দ! 
Sunday July 4, 2021 , 3:40 pm
Print this E-mail this

নির্দেশনা অমান্যকারীরা সাংবাদিক, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়েও রক্ষা পাচ্ছে না কেউ

কঠোর অবস্থানে বরিশাল পুলিশ প্রশাসন : চেকপোস্টে পুলিশের মোটরসাইকেল জব্দ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কঠোর লকডাউনের চতুর্থ দিনে বরিশালে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলাবাহিনী। চেকপোস্ট বসিয়ে যাচাই করা হচ্ছে বাইরে বের হওয়ার কারণ। জবাব সন্তোষজনক হলে ছাড়, না হলে মামলা কিংবা জব্দ। রেহাই পাচ্ছে না পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিও। নির্দেশনা অমান্যকারীরা সাংবাদিক, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়েও রক্ষা পাচ্ছে না কেউ। রোববার (৪ জুলাই) বেলা ১১টার দিকে নগরের আমতলার মোড়ে চলমান চেকপোস্টে পুলিশ পরিচয় দিয়েও এক ব্যক্তি রক্ষা পাননি। তার মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ও পুলিশ সদস্যরা জানান, বেলা ১১টার দিকে নগরীর আমতলার মোড়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের উপস্থিতিতে নিয়মিত চেকপোস্টে জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলছিল। এসময় একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন দুই ব্যক্তি সেখানে হাজির হন। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা লকডাউনের মধ্যে তাদের ঘর থেকে বাইরে বের হওয়ার কারণ জানতে চান। এসময় মোটরসাইকেল আরোহীর একজন নিজেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্য দাবি করেন এবং নিজের নাম কামরুজ্জামান, পদবি এএসআই বলে জানান। তবে ওই সময়ে তার ডিউটি ছিল না এবং পরিচয়পত্র দেখাতে পারেননি। এমনকী তার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তাও দেখাতে পারেননি। তাই তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান, নিয়মানুযায়ী চেকপোস্টে মোটরসাইকেলটি থামানো হয় এবং হেলমেটবিহীনভাবে দু’জন এক মোটরসাইকেলে আরোহণ করার বিষয়ে জানতে চাওয়া হয়। একই সঙ্গে লকডাউনে বাইরে বের হওয়ার কারণও জানতে চাওয়া হয়। তবে তাদের মধ্যে একজন পুলিশ সদস্য হিসেবে নিজের পরিচয় দেন কিন্তু কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। আর মোটরসাইকেলটির কাগজপত্র থাকলেও তা সঙ্গে না থাকায় দেখাতে পারেননি। তাই তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। ওই ব্যক্তি কাগজপত্র দেখিয়ে নিয়মানুযায়ী মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন। সবার জন্যই আইন সমান, তাতে আমাদের পুলিশ সদস্য হলেও কিছু করার নেই। এদিকে সকাল থেকে বরিশাল নগরে প্যাডেলচালিত রিকশার পাশাপাশি ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়েছে কয়েকগুণ। মোটরসাইকেলসহ পণ্যবাহী যানবাহনের চলাচলও কিছুটা বেড়েছে। তবে মাস্ক ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে দু’জন আরোহী বহন রোধে গতদিনের মতো আজও কঠোরতা প্রয়োগ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। শপিংমল ও খাবারের দোকানসহ অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ থাকলেও নানান অজুহাতে সাধারণ মানুষ আজও বাইরে বের হয়েছেন। জেলা-উপজেলায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশের প্রচার অভিযান, টহল কার্যক্রম ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে জেলা ও উপজেলায় প্রশাসনের মোবাইল কোর্টও পরিচালিত হচ্ছে।

লকডাউন বাস্তবায়নে চেকপোস্টে পুলিশের কঠোর নজরদারী

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোর চেকপোস্টে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কঠোর নজরদারী দেখা গেছে। রবিবার (৪ জুলাই) নগরীর প্রবেশদ্বার দক্ষিনে কালিজিরা ও বরিশাল বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট চেকপোস্টে এবং উত্তরে রামপট্টি চেকপোস্ট সহ সদর রোড, বাংলা বাজার, আমতলার মোড়, নথুল্লাবাদ, রুপাতলীসহ ৪০টির বেশি চেকপোস্টে কঠোরভাবে পুলিশি নজরদারী থাকায় আন্তঃজেলা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় ডিবি পুলিশের এক সদস্য মোটরসাইকেল নিয়ে বের হলে তার কাগজপত্র দেখাতে না পারায় তার মোটর সাইকেলটি আটক করা হয়। এছাড়াও অকারণে কেউ ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে বিএমপি’র সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে চেকপোস্টগুলোর কার্যক্রম সরেজমিনে তদারকি করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকির হোসেন মজুমদার। এসময় তিনি চেকপোস্টে দায়ীত্বরত সকল অফিসার ও ফোর্সদেরকে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী কঠোর অবস্থানে থেকে লকডাউন বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন।এ সময় তিনি বলেন,সরকারি নির্দেশনা পালনে যে সিদ্ধান্ত এসেছে পুলিশ তা কঠোর ভাবে পালন করছে। এ সময় বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট’র নেতৃত্বে মোবাইল কোর্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে জরিমানা করতে দেখাগেছে। এ সময় বিজিবি সদস্যরাও উপস্থিত ছিলেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিএমপি পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। এ সকল চেকপোস্টে সার্বক্ষণিক পুলিশের কঠোর নজরদারী থাকবে। এ সময় আন্তঃজেলা ও দূরপাল্লার সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। এক্ষেত্রে থ্রি হুইলার, ইজিবাইক সহ সকল যান্ত্রিক যানবাহন বিধি নিষেধ আরোপকালীন বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজনে চলাচলকারী সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে। এ সময় তিনি আরও বলেন, মানুষ নানা অযুহাতে বাইরে বের হওয়ার চেষ্টা করছে। যারা বিনা কারণে বাইরে বের হচ্ছে আমরা তাদেরকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছি। আবার কাউকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হচ্ছে। করোনা সংক্রমন রোধে সচেতনতার বিকল্প নেই। সবাই নিজ নিজ ঘরে অবস্থান করুন। স্বাস্থ্যবিধি মেনে নিজে সচেতন হোন অন্যকে সচেতন করে তুলুন। উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন, এ সময়ে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ঔষধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা এর আওতা বহির্ভূত থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন-বিএমপি ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম শামীম, ট্রাফিক পুরিশের টিআই আঃ রহিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।




Archives
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে নবজাতককে ফেলে রেখে মা উধাও
Image
দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা