Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » একসাথে বসে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে : সরোয়ার 
Saturday November 1, 2025 , 7:17 pm
Print this E-mail this

সাংবাদিকতার মধ্যে যেন রাজনীতি চলে না আসে সে বিষয়ে খেয়াল রাখতে হবে

একসাথে বসে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে : সরোয়ার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘একসাথে স্বৈরাচার হটিয়েছি, এখন যদি পিআর নিয়ে আমরা ভিন্ন হই, তা কি হয়! আমরা যারা জুলাই-আগস্টের সংগ্রামে ছিলাম তারা একসাথে বসে ঠিক করা উচিত ভবিষ্যৎ পরিকল্পনা। নিরপেক্ষ সরকার আমাদের আলোচনার মাধ্যমে গঠন করতে হবে এবং এর অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’ এ সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।

শনিবার (নভেম্বর ১) সকালে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে ‘চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী গণমাধ্যমের ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।বাংলাদেশ বাণী পত্রিকার প্রধান সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও বাংলাদেশ বাণীর সম্পাদক আযাদ আলাউদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় মজিবর রহমান সরোয়ার আরো বলেন, ‘সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার কথা থাকলেও তা আজও বাস্তবায়ন হয়নি। ১৮০০ মানুষের মৃত্যু বলে দেয় ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারীর জন্ম হবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কথিত আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।’ বরিশাল জেলার সাবেক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যাডভোকেট সরোয়ার বলেন, ‘এখানে অনেক পত্রিকা। পাকিস্তান প্রিয়ডের সময় সাংবাদিকদের যে নির্দেশনা ছিল তা এখন আর নেই। বাংলাদেশ বাণী যেন দেশের কথা বলে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। বাংলাদেশ বাণী পত্রিকার নিউজগুলো যেন ভালো হয়। সাংবাদিকতার মধ্যে যেন রাজনীতি চলে না আসে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘আগস্টের পর অনেক ঝামেলা ছিল। পরীক্ষা পিছানোর আন্দোলন হয়। রেজাল্ট বাতিল করতে আন্দোলন হয়। সবকিছু মোকাবেলা করে এসএসসি পরীক্ষায় দেশের মধ্যে বরিশাল বোর্ড দ্বিতীয় স্থানে রয়েছে। সুষ্ঠু ও সুন্দর নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আপনারা সহযোগিতা করেছেন বলেই এটা সম্ভব হয়েছে। গত দুই বছর রেজাল্ট নিয়ে ঢাকায় যেতে হয়নি।’ ‘বাংলাদেশ বাণী পত্রিকা নতুন আঙিকে প্রকাশের মাত্র এক বছর হয়েছে। কিন্তু মানের দিক থেকে অনেক উন্নত হয়েছে অন্যান্য পত্রিকার চেয়ে। যে সংবাদে সমাজ ক্ষতিগ্রস্ত হয় সেগুলো পরিহার করবেন, এই পত্রিকার উত্তর উত্তর উন্নতি সাফল্য কামনা করছি।’ কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বার বলেন, ‘হলুদ সাংবাদিকতার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়। এক বছরে বাংলাদেশ বাণী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করেছে। দৈনিক বাংলাদেশ বাণী তাদের এই সাফল্য ধরে রাখবে-সেটাই আমাদের প্রত্যাশা। সঠিক সংবাদ পরিবেশন করে সমৃদ্ধির সমাজ নির্মাণে ভূমিকা রাখবে এই পত্রিকা।’ বাংলাদেশ বাণীর প্রকাশক অ্যাডভোকেট মো: শাহে আলম বলেন, ‘সাংবাদিকতা ও সংবাদপত্র নিয়ে ফ্যাসিস্ট সরকারের হাতে গ্রেফতার হয়েছিলাম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলাদেশ বাণী পত্রিকা সব সময় চেষ্টা করে। বাংলাদেশ বাণী আগামী নির্বাচনে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সকল সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেবে। সুনির্দিষ্ট বলয়ের মধ্যে থেকে এই পত্রিকা কাজ করে না।’ আগামীতে আরো ভালো অবস্থানে যাবে বাংলাদেশ বাণী-এমন প্রত্যাশা করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।এ সময় আরো বক্তব্য রাখেন-মহানগর জামায়াতে ইসলামীর নায়বে আমির প্রফেসর মাহমুদ হোসেন দুলাল, গণঅধিকার পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, দৈনিক ইনকিলাব পত্রিকার বিশেষ প্রতিবেদক নাছিম উল আলম, ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ বরিশালের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: আলতাফ উদ্দিন আহমেদ, ঝালকাঠি-২ আসনের (সদর-নলছিটি) জামায়াতে ইসলামীর প্রার্থী ও বাকসুর সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম, বরিশাল মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক তারিন, বরিশাল সদর উপজেলা বিএনপি আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস, ইসলামী আন্দোলনের জেলার সহ-সভাপতি শেখ সামসুল আলম মিলন, বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি এম শহিদুল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুর রাজ্জাক ভূঁইয়া, মাছরাঙা টেলিভিশনের বরিশাল প্রতিনিধি গিয়াসউদ্দিন সুমন, জুলাই যোদ্ধা লাবণ্য রহমান, এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির জেলার যুগ্ম আহ্বায়ক ওমর তমাল, বাংলাদেশ বাণীর ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ গুলজার আলম, বরিশাল সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, অ্যাডভোকেট আ ন ম মহিউল ইসলাম তাহের, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, এ সময় বিভিন্ন দলের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




Archives
Image
বরিশালে অপসোনিনের ৫০০ শ্রমিক চাকরিচ্যুৎ, প্রতিবাদে বিক্ষোভ
Image
ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীরা
Image
বরিশালে বিএনপির লিফলেট বিতরণে মজিবর রহমান সরোয়ার
Image
একসাথে বসে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে : সরোয়ার
Image
যাত্রা শুরু খুলনার আধুনিক কারাগারের : ফুল দিয়ে কয়েদিদের বরণ