Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৪, ২০২৫ ৬:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘একটু বিশ্রাম চাই’ লিখে মেডিকেল ছাত্রের আত্মহনন 
Sunday May 25, 2025 , 9:47 pm
Print this E-mail this

পড়াশোনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরেই এই আত্মহত্যা

‘একটু বিশ্রাম চাই’ লিখে মেডিকেল ছাত্রের আত্মহনন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিজেই শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ৫০তম ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সজীব বাড়ৈ। রোববার দুপুরে উপজেলার বাকাল গ্রামের পারিবারিক শ্মশানে সজীবের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ২৪ মে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়। ২২ মে অসুস্থ হন তিনি। মৃত সজীব বরিশালের আগৈলঝাড়ার বাকাল গ্রামের সুধীর বাড়ৈর তিন ছেলের মধ্যে মেজো ছেলে। এলাকার বিত্তশালীদের সহযোগিতায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে চলছিল সজীবের পড়াশোনা। সজীবের রুমমেট সুমন হালদার সাংবাদিকদের বলেন, পড়াশোনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে নিজেই শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছেন। পড়াশোনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে সজীব প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। তিনি তৃতীয়বর্ষের মাইক্রোবায়োলজিতে আটকে ছিলেন। তাঁর সঙ্গের শিক্ষার্থীরা সবাই এমবিবিএস পাশ করে ইন্টার্নশিপ করছেন। ক্লাশ ও পরীক্ষায় সজীব খুবই ভয় পেতেন। যে কারণে গত ২২ মে রাতে সজীব ক্লোনাজিপাম ও ফ্লুক্সেটিন গুঁড়া করে শিরা দিয়ে পুশ করে আত্মহত্যার চেষ্টা করেন। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে তাঁকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে সজীব বাড়ৈ মৃত্যুবরণ করেন। সুমন হালদার আরও জানান, মারা যাওয়ার আগে সজীব একটি চিরকুটে লিখে গেছেন। এতে লেখা ছিল-‘নিজের সঙ্গে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না।’ এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ডা: ফয়জুল বাশার জানান, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সজীব কিছুদিন আগে শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা করে। তাঁকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় মুমূর্ষ সজীবকে ঢাকায় পাঠানো হয়েছিল।




Archives
Image
শিগগির আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ
Image
এবার মা ইলিশ রক্ষায় পাহারায় বসানো হচ্ছে ড্রোন
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩০
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!