Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ১২:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঈদের তিন দিনে বরিশাল শেবাচিম হাসপাতালে ৪০ রোগীর মৃত্যু! 
Sunday June 9, 2019 , 10:47 am
Print this E-mail this

ঈদের তিন দিনে বরিশাল শেবাচিম হাসপাতালে ৪০ রোগীর মৃত্যু!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদ-উল-ফিতরের গত তিন দিনে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৪০ রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া ওই তিন দিনেই স্বেচ্ছায় হাসপাতাল ছেড়ে আরো ২৬৯ রোগী, যার বেশিরভাগ রোগী ও তাদের স্বজন চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে বাইরে প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছে। যদিও রোগী এবং স্বজনেরদ এমন অভিযোগ ভিত্তিহিন বলে উড়িয়ে দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাছাড়া তিন দিনে ৪০ জনের মৃত্যুর যে ঘটনা ঘটেছে তাও হতাশাজনক নয় বলে দাবী হাসপাতাল পরিচালক ডা: বাকির হোসেনের। হাসপাতালের প্রশাসনিক বিভাগ সূত্রে জানাগেছে, ঈদ-উল-ফিতর উপলক্ষে গত ৫ জুন থেকে ৭ জুন পর্যন্ত হাসপাতালের বেশিরভাগ চিকিৎসক ও নার্স ছুটিতে ছিলেন। যার কারনে বিশেষ রোস্টারের মাধ্যমে ভর্তি রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে। যদিও ঈদের দ্বিতীয় দিন এক ঘন্টার জন্য নামে মাত্র হাসপাতালের বহিঃর্বিভাগ খোলা রাখা হয়। সরেজমিনে দেখাগেছে, ঈদের ছুটির তিনদিন ওয়ার্ড গুলোতে রোগীদের শেষ ভরসা ছিলো ইন্টার্ন চিকিৎসকরা। অধ্যাপক লেভেলের কোন চিকিৎসককে হাসপাতাল ভিজিট করতে দেখেননি রোগীরা। আর মিডলেভেল চিকিৎসরাও ছিলেন ঈদ আনন্দ নিয়ে। মাঝে মধ্যে ভিন্ন ধর্মাবলম্বি কয়েকজন চিকিৎসক এসে রোগীদের খোঁজ খবর নিয়েছেন। এতে ঈদের ছুটিতে রোগীরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাননি বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের এক পরিসংখ্যানে দেখেগেছে, ঈদের ছুটিতে টানা তিন দিনে মোট ৪০ জন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া দুর্ঘটনা জনিত করনে মৃত্যু হয়েছে আরো দু’জনের। তবে এরা দু’জন হাসপাতালে পৌঁছাবার আগেই মারা গেছে। বাকিদের মধ্যে কেউ পূর্বে থেকে চিকিৎসাধিন ছিলো আবার কেউ নতুন রোগী হয়ে ভর্তি হন হাসপাতালে। তবে মৃত্যু হওয়া রোগীদের মধ্যে নতুন রোগীর সংখ্যাই বেশি বলে নার্সরা জানান। পরিসংখ্যানানুযায়ী ঈদের দিন অর্থাৎ গত ৫ জুন ১৩ জন ভর্তি রোগীর মৃত্যু হয়। ওই দিন হাসপাতাল থেকে স্বেচ্ছায় চলে গেছে ১০৮ জন রোগী। এছাড়া ছাড়পত্র দিয়ে বিদায় করা হয়েছে আরো ১৩৮ জনকে। ঈদের দিন নতুন রোগী ভর্তি হয় ২৬৪ জন ও মোট ভর্তি রোগীর সংখ্যা ছিলো ৮৭৬ জন, যা স্বাভাবিক দিনের তুলনায় প্রায় অর্ধেক। ৬ জুন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ছিলো এক হাজার ৬৪ জন। যার মধ্যে নতুন ভর্তি রোগী ৪১৩ জন। মোট রোগীর মধ্যে থেকে মৃত্যু হয় ১২ জনের এছাড়া স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করে ৮৬ রোগী এবং ছাড়পত্র দিয়ে বিদায় করা হয় আরো ১৩৪ জনকে। তাছাড়া ঈদের তৃতীয় দিন অর্থাৎ ৭ জুন হাসপাতালে চিকিৎসাধিন মোট রোগীর সংখ্যা ছিলো ১ হাজার ১৫৫ জন। এদিন নতুন ভর্তি হয় ৩২৯ জন রোগী। এদের মধ্যে থেকে মৃত্যু হয়েছে ১৫ জন রোগীর। আর স্বেচ্ছায় হাসপাতাল ছেড়ে চলে গেছে ৭৫ জন। ছাড়পত্র দিয়ে বিদায় করা হয়েছে ১৪৯ রোগীকে। ছাড়পত্র নিয়ে চলে যাওয়া বেশ কয়েকজন রোগীর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, হাসপাতালের ডাক্তাররা ঈদ পালন করছেন। ফাঁকা হাসপাতালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কোন জ্যেষ্ঠ চিকিৎসকের দেখা মেলেনি। ইন্টার্ন চিকিৎসকরা এসে প্রাথমিক যে চিকিৎসা তা দিয়ে চলে যাচ্ছে। পর্যাপ্ত চিকিৎসা সেবা না পাওয়ার কারনেই তারা স্বেচ্ছায় হাসপাতাল ছেড়েছেন বলে দাবী ভুক্তভুগী রুগীদের। এছাড়া যে ৪০ জন রোগীর মৃত্যু হয়েছে তার মধ্যেও অনেক স্বজনের অভিযোগ রয়েছে চিকিৎসা অবহেলার। এ নিয়ে গত তিন দিনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কয়েকটি হৈহুল্লুরের ঘটনাও ঘটেছে। তবে এ নিয়ে কেউ কোন অভিযোগ করতে রাজি হননি। ঈদের তিন দিনে রোগীর মৃত্যু ও রোগীদের স্বেচ্ছায় চলে যাওয়ার ঘটনাটি বড় কিছু নয় বলে দাবী করেছেন হাসপাতাল পরিচালক ডা: মো: বাকির হোসেন। তিনি বলেন, ইতিপূর্বে ঈদে এ হাসপাতালে ঈদের ছুটিতে প্রতিদিন গড়ে ১৫/১৬ জন রোগীর মৃত্যু হতো। কিন্তু এবার তা রোধ হয়েছে। কেননা কোন কোন সময় স্বাভাবিক দিনেও এর থেকে বেশি রোগীর মৃত্যু হয়ে থাকে। তিনি বলেন, ঈদের ছুটিতে কোন রোগীই হাসপাতালে থাকতে চায় না। যে একটু সুস্থ মনে করে সেই চলে যেতে চায়। আর আমরা বিদায় দিতে না চাইলে সে স্বেচ্ছায় চলে যায়। ঈদের তিন দিনে যেসব রোগী স্বেচ্ছায় চলে গেছে তারাও একই কারনে চলে গেছে বলে মনে হচ্ছে। তাছাড়া চিকিৎসা সেবা না পাওয়ার বিষয় নিয়ে কোন অভিযোগ আমাদের কাছে আসেনি। পরিচালক আরোও বলেন, পূর্বের তুলনায় বরিশাল শেবাচিম হাসপাতালে এবার ঈদে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি অনেক ভালো ছিলো। ঈদের দ্বিতীয় দিনেও আমরা হাসপাতালের বহিঃর্বিভাগ খোলা রেখেছি। আমি নিজেও ঈদের তিনদিন নিয়মিত হাসপাতালে সার্বিক খোঁজ খবর নিয়েছি। ঈদের দিন রোগীদের উন্নতমানের খাবার সরবরাহ করা হয়েছে। কোথাও কোন অনিয়ম পাওয়া যায়নি বলে দাবী পরিচালকের।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল