Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ৪:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনে বরিশালে গ্রেফতার ৭ 
Friday October 7, 2022 , 7:46 pm
Print this E-mail this

অভিযান চলার সময় ১ লাখ ৮১ হাজার মিটার অবৈধ জাল জব্দ

ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনে বরিশালে গ্রেফতার ৭


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনে গোটা বরিশাল বিভাগে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। এছাড়া প্রথমদিনের অভিযান চলার সময় ১ লাখ ৮১ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৪২ লাখ টাকা বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর। বরিশাল মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, শুক্রবার (অক্টোবর ৭) সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ইলিশ রক্ষায় বিভাগে মোট ১৯ টি মোবাইল কোর্ট বসে। অভিযান পরিচালিত হয় ৮০ টি। এসব অভিযান থেকে ২৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ১৩ টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা এবং ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে ৩৪ টি অবতরণ কেন্দ্র, ২ হাজার ১৫৮ টি মাছঘাট, ৩৩৪ টি আড়ত, ১৮১ টি বাজার পরিদর্শন করে। মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ এটির জন্য নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কা‍উকে এ বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী ৭ অক্টোবর থেকে পরবর্তী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
আমি নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির হোসেন
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২