Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি আপনাদের পাশে থাকব-মহিউদ্দিন মহারাজ 
Wednesday January 3, 2024 , 7:21 pm
Print this E-mail this

যেকোন পরিস্থিতি মোকাবিলা করে ভোট কেন্দ্রে যাবেন এবং ঈগল প্রতিকে ভোট দিবেন

আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি আপনাদের পাশে থাকব-মহিউদ্দিন মহারাজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি আপনাদের পাশে থাকব, আমার পরিবার আপনাদের সেবা করবে। বুধবার (৩ জানুয়ারী) বিকেলে ভান্ডারিয়া উপজেলার হাসপাতাল মাঠে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। মহিউদ্দিন মহারাজ আরও বলেন, প্রথম থেকে গুজব ছড়ানো হচ্ছে যে, যারা দলিয় মনোনয়ন চেয়েছে তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না। অথচ মাননীয় প্রধান মন্ত্রী গণভবনে ডেকে নিয়ে বলেছেন কোন না কোন কারনে নৌকা একজনকে দেয়া লাগতে পারে কিন্তু আপনারা যারা মনোনয়ন চেয়েছেন তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন। স্বতন্ত্র যার নৌকাও তার। তারা আরো গুজব ছড়াচ্ছেন যে আমি নির্বাচন থেকে সরে দাড়াবো। সরে দাড়ানোর জন্য আমি নির্বাচনে আসি নাই। পিরোজপুর-২ আসনের জনগণের প্রয়োজনে আমি নির্বাচনে নেমেছি। আপনারা যেকোন পরিস্থিতি মোকাবিলা করে ভোট কেন্দ্রে যাবেন এবং ঈগল প্রতিকে ভোট দিবেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সকল ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিয়ে বাড়ি ফিরবেন। নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আপ্রাণ চেষ্ট করে যাবো। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, পিরোজপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিক মন্টু, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খান, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গিপাড়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু প্রমূখ।




Archives
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ