Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আজ বরিশাল বিভাগের ২০০০ পরিবারে ঈদ 
Thursday May 13, 2021 , 12:48 pm
Print this E-mail this

এবারেও ঈদের প্রধান জামাত হচ্ছে না বরিশালে

আজ বরিশাল বিভাগের ২০০০ পরিবারে ঈদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগের অন্তত ২ হাজার পরিবার আগাম ঈদ জামাত আদায় করেছেন। ঈদের প্রথম জামায়াত আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বরিশাল নগরীর তাজকাঠি শাহ ছুফি মমতাজিয়া জামে মসজিদে আদায় করেছেন মুসুল্লিরা। জামায়াত শেষে মহামারীর করানা থেকে রক্ষায় ও সারা বিশ্বে শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন তারা। বিভাগের ৬ জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে অন্তত ৫০টি ঈদ জামাতের আয়োজন করেছে। এরা চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহ্সুফি দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা সহ যাবতীয় ধর্মীয় আচার্য্য পালন করেন তারা।বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী ও মৃধা বাড়ি, ২৫ নম্বর ওয়ার্ডের খান বাড়ি, ২৬ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি, ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক, বাবুগঞ্জের কেদারপুর ও মাধবপাশার দুয়ারীবাড়ি, সাহেবেরহাট, তালুকদারের চর, লাহারহাট, হিজলার হরিনাথপুর ও শ্রীরামপুর, পটুয়াখালীর বাউফল, রাঙ্গাবালী ও বরগুনার নিশানবাড়িয়া সহ বিভিন্ন স্থানে আজ সকাল ৯টায় অন্তত ৫০টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

মহামারি করোনার সংক্রমনের কারণে এবারেও বরিশালে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত হচ্ছে না। তবে প্রধান এ ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত না হলেও বরিশাল নগরের মসজিদগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস। আর বিভিন্ন মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ২ থেকে ৩টি করে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ইমাম সমিতির বরিশাল মহানগর শাখার সভাপতি আলহাজ মাওলানা কাজী আবদুল মান্নান। তিনি বলেন, বরিশাল নগরের ৫ শত মসজিদ আছে, যার প্রতিটিতেই সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জানাগেছে, বরিশাল নগরের কালক্টরের জামে মসজিদে সকাল ৮টা, ৯টা ও ১০টায়, চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টা, ৯টা ও ১০টায়, হেমায়েত উদ্দিন রোডের জামে কসাই মসজিদে সকাল ৯টায় ও ১০টায়, সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৯টা ও ১০টায়, ল’ কলেজ জামে মসজিদে সকাল ৮টায় ও ৯টায় পুলিশ লাইনস জামে মসজিদে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়, নূরিয়া স্কুল জামে মসজিদে সাড়ে ৭টা ও সাড়ে ৮টা এবং জেলখানা মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে কালক্টরেট মসজিদে সকাল ৮টার জামাতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঈদ জামাত আদায় করবেন। বরিশালে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল ৯টায়। পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম জামাতে ইমামতিত্ব করবেন। বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়। এছাড়া সকাল সাড়ে ৮ টায় ঝালকাঠীর কায়েদ সাহেব হুজুর প্রতিষ্ঠিত এনএস কামিল মাদ্রাসা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অপরদিকে পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) দরবার শরীফে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। বরিশালের উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স ও ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
আমি নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির হোসেন
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২