Current Bangladesh Time
মঙ্গলবার জানুয়ারি ৬, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অভ্যন্তরীণ রুটের সেরা এয়ারলাইন নভোএয়ার 
Tuesday February 4, 2020 , 1:44 pm
Print this E-mail this

অভ্যন্তরীণ রুটের সেরা এয়ারলাইন নভোএয়ার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশের শীর্ষস্থানীয় এয়ারলাইন নভোএয়ার ২০১৯ সালের “ডমেষ্টিক এয়ারলাইন অফ দি ইয়ার” হিসেবে পুরস্কার পেয়েছে। একই সাথে “বেষ্ট কাষ্টমার ফ্রেন্ডলী” এয়ারলাইন এর পুরস্কারও পেয়েছে। শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত “মনিটর এয়ারলাইন অফ দি ইয়ার-২০১৯” অনুষ্ঠানে ডমেষ্টিক এয়ারলাইন অফ দি ইয়ার ও বেস্ট কাষ্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন ক্যাটাগরীতে সেরা এয়ারলাইনের পুরস্কার লাভ করে নভোএয়ার। বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ আল-ডেহাইমি এর হাত থেকে “ডমেষ্টিক এয়ারলাইন অফ দি ইয়ার- ২০১৯” পুরস্কার গ্রহন করেন নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। এর সাথে অন টাইম পারফরম্যান্স এর জন্য রৌপ্য ও ইন-ফ্লাইট সার্ভিস এর জন্য ব্রোঞ্জ পদক লাভ করে প্রতিষ্ঠানটি। আকাশপথে নিয়মিত ভ্রমণকারীদের অনলাইনে মতামত জরিপের ভিত্তিতে এ পুরস্কার দেয়া হয়েছে। নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, এই স্বীকৃতি আগামীর পথচলায় আমাদের উৎসাহ জোগাবে। নভোএয়ার শুরু থেকেই সম্মানিত যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়ার জন্য বদ্ধপরিকর। নিয়মিত যাত্রীদের বিশেষ সুবিধা দিতে বাংলাদেশে প্রথমবারের মত ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম “স্মাইলস” চালু, টিকেট ক্রয় ও চেক-ইন প্রক্রিয়া সহজতর করতে মোবাইল অ্যাপ ও ওয়ব চেক-ইন চালুসহ সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও যাত্রী সেবার মান আরও বাড়ানোর জন্য প্রতিনিয়ত নানা উদ্যোগ নেয়া হচ্ছে। নভোএয়ার যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে, ফলে নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্থতা অর্জন করেছে। নভোএয়ার বর্তমানে প্রতিদিন ২৮টি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম ৬টি, কক্সবাজার ৬টি, সৈয়দপুর ৫টি, যশোর ৫টি, সিলেট ২টি, বরিশাল ২টি, রাজশাহী ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।




Archives
Image
ভেনেজুয়েলায় মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের অবজ্ঞা’
Image
ফয়সাল দুবাই নয়, ভারতেই আছে : ডিবিপ্রধান
Image
ভোটারদের সহায়তার টাকায় নির্বাচন করতে চান ব্যারিস্টার ফুয়াদ ও ডা. মনীষা
Image
রাজনৈতিক প্রতিহিংসায় ওসমান হাদিকে হত্যা
Image
আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন