Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ৬:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অকার্যকর হয়ে পড়েছে বরিশাল জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর 
Wednesday February 12, 2020 , 7:57 pm
Print this E-mail this

অকার্যকর হয়ে পড়েছে বরিশাল জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর


শামিম আহমেদ ও খালিদ সাইফুল্লাহ : অকার্যকর হয়ে পড়েছে বরিশাল জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর। ফলে জেলার ১০ উপজেলার ৭ শত ৭৮টি খামারে সেবা দিতে পারছে না সরকারি এই সংস্থাটি। ভেটেনারী চিকিৎসকের অভাবে সংস্থাটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। নিরাপদ মাংস, ডিম ও দুধ উৎপাদনের যে কর্মসূচি গ্রহন করা হয়েছে তা বাস্তবায়ন লক্ষ মাত্রা অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রাণি সম্পদ দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ৪৭টি গাভী ও মহিষ, ৪ শত ৯৮টি ছাগল, ২৫টি ভেড়া, ১শত ২৬ টি হাঁস, ৯শত ৬৯ ব্রয়লার, ৪শত ২১টি লেয়ার, ১শত ৬২ টি সোনালী, ১শত ৭৬ টি কবুতর, ২৮ টি কোয়েল ও ৫৬ টি টারকি মুরগীর বে-সরকারী খামার রয়েছে। এ ব্যাপারে বরিশাল জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. নুরুল আলম জানান, বরিশাল জেলার ১০ উপজেলায় এক জন করে প্রতিটি উপজেলায় ভেটেনারী চিকিৎসক থাকার পদ রয়েছে সেখানে আমাদের ৪ জন ভেটেনারী চিকিৎসক দিয়ে ১০ উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জের খামারীদের সেবা দিতে হচ্ছে। এছাড়া জেলা প্রাণি সম্পদ দপ্তরের ১শত ১০ জন কর্মকর্তা ও কর্মচারীর স্থলে মাত্র ৬৫ জন কর্মকতা-কর্মচারী নিয়ে এ দপ্তর কাজ করছে। জেলা প্রাণি সম্পদ দপ্তরে শূণ্যপদ পূরণ করা না হলে আমাদের মুজিব বর্ষে যে টার্গেট রয়েছে তা পূরণ করতে কতটুকু সক্ষম হব তা এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ড. নুরুল আলম।

সূত্র : দৈনিক দখিনের সময়




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
আমি নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির হোসেন
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২