Current Bangladesh Time
বুধবার জানুয়ারি ৭, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রানি এলিজাবেথ ‘সংকটাপন্ন’ 
Thursday September 8, 2022 , 8:39 pm
Print this E-mail this

তিনি এখন বালমোরালে (ক্যাসেল) প্রাসাদে অবস্থান করছেন

রানি এলিজাবেথ ‘সংকটাপন্ন’


রানি দ্বিতীয় এলিজাবেথ

মুক্তখবর আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার চিকিৎসকরা। তারা রানীকে চিকিৎসার আওতায় থাকার বিষয়ে সুপারিশ করেছেন। বাকিংহাম প্যালেস বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, রানী বিশ্রামে আছেন। তিনি এখন বালমোরালে (ক্যাসেল) প্রাসাদে অবস্থান করছেন। দেশটির একটি রাজকীয় সূত্র সিএনএনকে জানিয়েছে, ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের রানীর স্বাস্থ্যের বিষয়ে জানানো হয়েছে। ব্রিটেনের রানীর ছেলে প্রিন্স চার্লস, কর্নওয়ালের ডাচেস ক্যামিলা ও রানীর নাতি প্রিন্স উইলিয়াম ওই বালমোরালে (ক্যাসেল) প্রাসাদে গিয়েছেন। মঙ্গলবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে দেখা করেছেনে এ রানী। বৃহস্পতিবার ট্রাস তার টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন, এ মধ্যাহ্নভোজের সময় বাকিংহাম প্যালেসের রানীর এমন অবস্থার খবরে পুরো দেশ গভীরভাবে উদ্বিগ্ন হবে। তিনি আরও বলেন, আমার এবং বিটেনের সকল নাগরিকের পক্ষ থেকে আমাদের মহামান্য রানী ও তার পরিবারের প্রতি শুভ কামনা রয়েছে।




Archives
Image
৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান
Image
কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ
Image
ভেনেজুয়েলায় মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের অবজ্ঞা’
Image
ফয়সাল দুবাই নয়, ভারতেই আছে : ডিবিপ্রধান
Image
ভোটারদের সহায়তার টাকায় নির্বাচন করতে চান ব্যারিস্টার ফুয়াদ ও ডা. মনীষা