Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৩:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মার্কিন সেনা অ্যারন বুশনেল ‘অমর’ হয়ে থাকবেন : হামাস 
Wednesday February 28, 2024 , 6:10 pm
Print this E-mail this

গাজায় ‘গণহত্যা’র প্রতিবাদে নিজ শরীরে আগুন দিয়ে আত্মাহুতি

মার্কিন সেনা অ্যারন বুশনেল ‘অমর’ হয়ে থাকবেন : হামাস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক গাজায় ‘গণহত্যা’র প্রতিবাদে নিজ শরীরে আগুন দিয়ে আত্মাহুতি দেওয়া সেই মার্কিন সেনা অ্যারন বুশনেল ‘অমর’ হয়ে থাকবেন বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ মন্তব্য করে সংগঠনটি।বিবৃতিতে হামাস বলেছে, মার্কিন সেনা অ্যারন বুশনেল। গাজায় ‘গণহত্যা’র প্রতিবাদে নিজ শরীরে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন তিনি। যুদ্ধবিরোধী প্রতিবাদ করে তিনি যে প্রতিক্রিয়া জানিয়েছেন, এ জন্য তিনি অমর হয়ে থাকবেন। অ্যারনের এমন হৃদয় হীম করা প্রতিবাদ গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বাড়তে থাকা ক্ষোভের প্রকাশ। ফিলিস্তিন জনগণ ও তাদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি বৈশ্বিক মানবিক সংহতির চেতনার প্রতীক হয়ে থাকবেন অ্যারন বুশনেল। গত রোববার ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে গাজায় দেশটির সেনাবাহিনীর হামলা ও ‘গণহত্যা’য় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতিবাদ হিসেবে নিজ শরীরে আগুন দেন অ্যারন বুশনেল। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কয়েকঘণ্টা তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। ২৫ বছর বয়সী মার্কিন বিমানবাহিনীর এ সদস্যের পরবর্তীতে মৃত্যু হয়। শরীরে আগুন দেওয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সরাসরি যুক্ত ছিলেন। তার ভিডিও দেখেন লাখো নেটিজেন। ভিডিওটি ভাইরালও হয়। আগুন দেওয়ার সময় অ্যারন চিৎকার করে বলছিলেন-‘আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না, থাকতে চাই না।’ তিনি ‘ফ্রি প্যালেস্টাইন’ বলেও চিৎকার করেন।

সূত্র : দ্য নিউ আরব ও আনাদোলু এজেন্সি




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার