Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৩, ২০২৫ ৯:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল এআরএস স্কুলে কমিটি গঠনে অনিয়ম, তদন্তে কমিটি গঠন 
Monday July 1, 2024 , 10:01 pm
Print this E-mail this

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী

বরিশাল এআরএস স্কুলে কমিটি গঠনে অনিয়ম, তদন্তে কমিটি গঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশ‍াল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার এআরএস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবাগত ম্যানিজিং কমিটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী। এর আগে গত ২৬ জুন অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত এআরএস বালিকা মাধ্যমিক বিদ্যালয় শিরোনামে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এদিকে গঠিত পকেট কমিটি বাতিল, ভর্তি বাণিজ্য ও এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের ফিসহ অন্যান্য খাতে ৬০ লাখ টাকা আত্মস্যাতের অভিযোগ এনে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং বরিশাল সিটি কর্পোরেশেনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জেলা প্রশাসক শহিদুল ইসলাম এবং বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব উল্লাহ মজুমদার বরাবরে  লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকদের অভিভাবক সেলিনা বেগম, দেলোয়ার হোসেন ও মধু। গতকাল রোববার বরিশাল পোস্ট অফিসের মাধ্যমে তাদের বরাবরে লিখিত কপি পাঠিয়েছেন তারা। যার কপি প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিভবাবক প্রতিনিধীর নির্বাচনের মধ্যে দিয়ে ২০২২ সালের ৮ মে বিদ্যালয়টিতে উৎসবমুখর পরিবেশে একটি ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই কমিটির মেয়াদ ছিল ২ বছর। তা চলতি বছরের ১৯ জুন শেষ হয়। কমিটির মেয়াদ শেষ হওয়ার ৮০ দিন পূর্বে নির্বাচনী তফসিল, ভোটার তালিকা ও সংশোধনী নোটিশ জারি করার নিয়ম থাকলেও মানা হয়নি। আর্থিক লেনদেনের মাধ্যমে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সম্প্রতি বিদ্যালয়ে বসে রাঁতের আঁধারে একটি সিলেকশন কমিটি গঠন করেন। গত ২১ জনু সামাজিক যোগাযোগের প্রকাশ করা হলে বিষয়টি জানতে পারেন তারা। অভিযোগে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয়টির সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের দেয়া সহায়তাসহ বিভিন্ন খাতের ৫ লাখ টাকা, কর্মচানী নিয়োগে ১৫ লাখ এবং ভর্তি বাণিজ্য ও এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের ফিসহ অন্যান্য খাতে ৬০ লাখ টাকা আত্মস্যাত করেছেন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। এমতাবস্থায় ম্যানিজিং কমিটি বাতিল করে অভিভাবকদের সন্ময় সুষ্ঠ নিবার্চনের দাবী জানানো পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষারমান গুনগত উন্নিতর জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী অভিভাবকরা। এ বিষয়ে এআরএস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের যারা ভালো চাচ্ছে না তারাই একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছেন। অভিযোগ দিলেও কোন লাভ নেই কারণ ম্যানেজিং কমিটির নিবার্চন সব নিয়ম মেনেই গঠন করা হয়েছে। এ ব্যাপারে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী বলেন, এআরএস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবাগত ম্যানিজিং কমিটি বাতিল চেয়ে কিছু অভিভাবক লিখিত আবেদনের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব উল্লাহ মজুমদারকে নির্দেশ দেয়া হয়েছে। আগামী দু এক দিনের মধ্যে সরেজমিনে গিয়ে তার কার্যক্রম শুরু করবেন ইউএনও। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে শিক্ষা বোর্ড চেয়ারম্যান।

সূত্র : মতবাদ




Archives
Image
বরিশাল-৩ আসনে সেলিমা নাকি জয়নুল আবেদীন, কে পাচ্ছেন ধানের শীষের মনোনয়ন?
Image
বরিশালে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ১
Image
বরিশালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পথে পথে তল্লাশী
Image
ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন