শিশুদের রাতকানা রোগসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে
বরিশালে ২৪ লাখ শিশু খাবে ভিটামিন-এ ক্যাপসুল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাতকানাসহ বিভিন্ন রোগ প্রতিরোধে বরিশাল সিটি কর্পোরেশনসহ বিভাগের ৪২ উপজেলার ৫ মাস থেকে ৫৯ মাসের বয়সী প্রায় ২৪ লাখ শিশুকে আগামী ১৫ মার্চ ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতোমধ্যে এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে সিটি কর্পোরেশনসহ বরিশাল বিভাগসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য প্রশাসন।মঙ্গলবার বরিশাল নগরভবনে স্বাস্থ্য অধিদপ্তর ও বরিশাল সিটি কর্পোরেশনের পৃথক অবহিতকরণ সভায় বিভাগীয় কমিশনার ও নগর প্রশাসক রায়হান কাওসার এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, শিশুদের রাতকানা রোগসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন-এ একটি অত্যাবশ্যকীয় স্বাস্থ্য উপকরণ। কিন্তু মানবদেহে কখনো ভিটামিন-এ তৈরি হয় না। তাই ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় দেশে প্রতিবছর দুবার ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে। চলতি বছর প্রথম দফায় আগামী ১৫ মার্চ এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৬ মাস থেকে ৯ মাস বয়সী সাড়ে ৮ হাজার এবং ১০ থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৫০০ শিশুকে নগরীর ২০০টি কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। নগরীর বাইরে ৪২টি উপজেলার ৫ মাস থেকে ৯ মাস বয়সী ১ লাখ ৪৩ হাজার শিশুকে এবং ১০ থেকে ৫৯ মাস বয়সী ১১ লাখ ১৮ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা গেছে। প্রায় ১৮ হাজার স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক ৯ হাজার কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।