Current Bangladesh Time
সোমবার জুন ১৬, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দুই ঘরে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট 
Sunday May 4, 2025 , 7:10 pm
Print this E-mail this

পুলিশকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

বরিশালে দুই ঘরে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়ায় একই বাড়িতে দুই ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চৌয়ারিপাড়া গ্ৰামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে, চৌয়ারিপাড়া গ্রামের তালুকদার বাড়ির কামরুল ইসলাম তালুকদার ও মৃত আবু হোসেন তালুকদারের বাড়িতে গ্ৰিল কেটে দুটি ঘরে প্রবেশ করে নগদ টাকা, কয়েকটি মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। ভুক্তভোগী মেহেদী হাসান রাজ বলেন, রাত ১০টার দিকে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। এরপর রাত সাড়ে ৩টার দিকে ৮-৯ জনের একটি একদল ধারালো অস্ত্র দিয়ে ঘরের বাসার জানালার গ্রিল কেটে বসতঘরে প্রবেশ করে। এসময় তারা নগদ দেড় লাখ টাকা, ১৫০০ ডলার, ১৮০০ সৌদি রিয়াল, ১৮ ভরি স্বর্ণালঙ্কার ও ছয়টি মোবাইল নিয়ে যায়। তিনি আরও বলেন, যাওয়ার পথে একইভাবে পাশের কামরুল ইসলাম তালুকদারের বাসার জানালার গ্ৰিল কেটে ঘরে প্রবেশ করে নগদ এক লাখ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে ৯৯৯ ফোন দিলে বানারীপাড়া থানা পুলিশকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ ব্যাপারে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তফা জানান, ডাকাতির ঘটনায় ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে বিষয়ে তদন্ত করে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
ডেঙ্গু ও করোনা সচেতনতায় বরিশালে মাঠে নামলো এনসিপি
Image
বরিশালে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু
Image
ঈদের ১০ দিনের ছুটি শেষে রোববার খুলছে অফিস-আদালত
Image
বরিশালে বাল্যবিয়ে করতে গিয়ে জরিমানা গুণলেন প্রবাসী