Current Bangladesh Time
রবিবার অক্টোবর ১৯, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হাটিহাটি পা পা করে বরিশালের উত্তরণ পৌঁঁছে গেলো ২৮ বছরে 
Friday September 8, 2017 , 9:36 pm
Print this E-mail this

পথচলার এই দীর্ঘ প্রয়াসকে স্মরণ করলো – উত্তরণ

হাটিহাটি পা পা করে বরিশালের উত্তরণ পৌঁঁছে গেলো ২৮ বছরে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে সরকারি ব্রজমোহন কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন হাটিহাটি পা পা করে পৌঁঁছে গেলো ২৮ বছরে।১৯৮৯ সালের ৭ সেপ্টেম্বর শুদ্ধ বাঙলা সংস্কৃতি চর্চার মানসে ঐক্যবদ্ধ হওয়া তরুণের স্বপ্ন আজ পূর্ণ যৌবনা।পথচলার এই দীর্ঘ প্রয়াসকে স্মরণ করলো উত্তরণ।জমকালো ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানে উদযাপিত হয় প্রতিষ্ঠাবার্ষিক।স্ব-রচিত কবিতা আবৃত্তি, গান, স্মৃতিরোমন্থনের নাতিদীর্ঘ আলোচনায় প্রত্যয় জোটে সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা।অনুষ্ঠানে যোগদেন বিএম কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এএস কাইউম উদ্দিন আহম্মেদ, ইসলামিক স্টাডিজ ও সংস্কৃতি বিভাগের শিক্ষক আল-আমিন সরোয়ার, উত্তরণের উপদেষ্টা ও দৈনিক প্রথম আলো বরিশালের ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরন, প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি মোশরেফা শরীফ মিলি, রিমন আহম্মেদসহ কার্যকরী কমিটির কর্মী ও সদস্যবৃন্দ।অনুষ্ঠানে সংযুক্ত হন বিএম কলেজ ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতি পরিষদের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক বায়েজিদ মিয়াসহ কর্মীবৃন্দ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তরণের সভাপতি দিদারুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উদয় শংকর দাস।গান পরিবেশন করেন পিংকি, কে.আর বিপ্লবী, বায়েজিদ মিয়া প্রমূখ।স্ব-রচিত কবিতা আবৃত্তি করেন কিশোর কুমার বালা।




Archives
Image
শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে : মহাপরিচালক, ফায়ার সার্ভিস
Image
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬ রোগী
Image
বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় সিইসি
Image
জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু