Current Bangladesh Time
শুক্রবার জুন ২০, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে খাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারের রহস্য উদ্ধার, গ্রেপ্তার ১ 
Wednesday February 5, 2025 , 6:51 pm
Print this E-mail this

স্থানীয় জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে হত্যাকারী গ্রেপ্তার ও ফাঁসির দাবি

বরিশালে খাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারের রহস্য উদ্ধার, গ্রেপ্তার ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের সদর উপজেলার চারকাউয়া এলাকার খাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারের রহস্য উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও হত্যাকারীকে গ্রেপ্তার ও গৃহবধূর স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। বুধবার (ফেব্রুয়া‌রি ৫) বিকেলে এ তথ্য জানান বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক মো: ছগির হোসেন। গ্রেপ্তার হত্যাকারী হলেন-ফিরোজ হাওলাদার (৩৫)। তিনি চরকাউয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড খন্দকার বাড়ির বাসিন্দা ইউসুফ হাওলাদারের ছেলে। মঙ্গলবার (ফেব্রুয়ারি ৪) সকালে চরকাউয়া খান বাড়ির পিছনের খাল থেকে তিন সন্তানের জননী হাসিনা বেগমের (৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি চরকাউয়া গ্রামের বাসিন্দা ও চরকাউয়া মাঝি মাল্লা সমিতির সাবেক সভাপতি মো: ওমর ফারুকের স্ত্রী। ডিবির পরিদর্শক ছগির হোসেন বলেন, সুদের জন্য দেওয়া পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে নারীকে হত্যা করেছে ফিরোজ। পরে মরদেহ গুম করতে খালে ফেলে দেয়। তথ্য প্রযুক্তির সহায়তায় মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে গৃহবধূর ব্যবহৃত একটি মোবাইল ফোন, গলার স্বর্ণের চেইন দুইটি, আংটি দুইটি, এক জোড়া কানের দুল এবং হাতের বালা উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যার কথা স্বীকার করেছেন ফিরোজ। তার স্বীকারোক্তির বরাতে পরিদর্শক ছগির বলেন, হত্যাকারী ফিরোজের স্ত্রী একটি বেসরকারি সংস্থায় চাকরি করে দুই লাখ টাকা জমায়। করোনার সময় তার চাকরি চলে যায়। তখন স্ত্রীর পরামর্শে দুই লাখ টাকা গ্রামের সুদ ব্যবসায়ী হাসিনা বেগমকে দেওয়ার সিদ্বান্ত নেয়। স্ত্রীর কাছ থেকে দুই লাখ টাকা নেয় ফিরোজ। কিন্তু মাসিক আড়াই হাজার টাকা চুক্তিতে হাসিনাকে দেয় দেড় লাখ টাকা। দুই মাস সুদ দেওয়ার পর হাসিনা টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে। হাসিনা প্রভাবশালী হওয়ায় কোনোভাবে টাকা আদায় করতে পারেনি। তাই তাঁকে হত্যার পরিকল্পনা করে। সেই অনুযায়ী গত সোমবার বাসায় কেউ ছিলো না। তাই হাসিনাকে প্রলোভন দিয়ে বাসায় নেয় ফিরোজ। তিনি বাসায় গেলে পাঁচটি ঘুমের ওষুধ মেশানো দুধ খেতে দেয়। ওই দুধ খেয়ে হাসিনা অচেতন হয়ে পড়ে। রাত একটার দিকে গৃহবধূর হাত-পা বেঁধে তাঁর স্বর্ণালংকার খুলে ওড়না দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। পরে খালে ফেলে দেয়। হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ফারুক। বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন নাজমিন জবানবন্দি রেকর্ড করেছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জিআরও মো: হারুন জানান। এদিকে বেলা ১১টায় চরকাউয়া বাসস্ট্যান্ডে হাসিনা হত্যাকারী গ্রেপ্তারে মানববন্ধন করা হয়। স্থানীয় জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে হত্যাকারী গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়।




Archives
Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
Image
ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত
Image
যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল
Image
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার
Image
একদিনে আরও ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত, ১৩৮ জনই বরিশালের