Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১৯, ২০২৫ ২:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের লিটন বাশার বেঁচে থাকবেন তাঁর কর্মযজ্ঞে 
Thursday July 27, 2017 , 1:45 pm
Print this E-mail this

সাহসী সাংবাদিক লিটন বাশার ৪৫ বছর বয়সে যা অর্জন করেছিলেন পরিণত বয়সে একজন সাংবাদিক তা অর্জন করতে পারবেন না

বরিশালের লিটন বাশার বেঁচে থাকবেন তাঁর কর্মযজ্ঞে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : লিটন বাশার ছিলেন একজন সত ও সাহসী সাংবাদিক।বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে তিনি পাঠকের মনে স্থান করে নিয়েছিলেন।মানুষ তাঁকে কোনদিন ভুলবে না।তাঁর কাজই তাঁকে চিরদিন মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে।সাহসী সাংবাদিক লিটন বাশার ৪৫ বছর বয়সে যা অর্জন করেছিলেন পরিণত বয়সে একজন সাংবাদিক তা অর্জন করতে পারবেন না। পরিশ্রম, সত সাহস ও মেধাই তাঁকে এই উচ্চ স্থানে পৌঁছে দিয়েছে। এ কারনেই আজ মানুষ তাঁকে এত শ্রদ্ধা ভওে স্মরণ করে।লিটন বাশারের পিতা আব্দুল কাদের হাওলাদার অশ্রুসিক্ত কন্ঠে বলেন,‘সন্তানের লাশ বহন করা যে কত কঠিন তা আমি উপলব্ধি করেছি।’তিনি আরো বলেন,‘বিভিন্ন প্রতিকূল সময়ে তাকে সাংবাদিকতা পেশা ছেড়ে দিতে বললেও লিটন এ পেশা ছাড়েনি।’লিটন বাশার ছিলেন বরিশাল শহরে একজন সাংবাদিক নেতা,তাঁর গুনের কথা লিখে কোনদিনই শেষ করা সম্ভব নয়।তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিনের মুখ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। উল্লেখ্য, কাউকে কিছু না বলইে গত ২৭ জুন’১৭ নিয়তির ডাকে হঠাত করেই তিনি চলে যান অনেক দূরে,বহু দূরে,না ফেরার দেশে,যেখান থেকে কেউ আর ফিরে আসেনি কখনও।তিনি ছিলেন,এক দুর্দান্ত রসিক,খাঁটি প্রতিবাদী, পরোপকারী,নীতিবান সংগঠক,রাজপথে সাংবাদিকদের দাবি কিংবা নির্যাতনের প্রতিবাদের একমাত্র প্রাণ,উদারমনা এবং সর্বোপরী একজন সাহসী সাংবাদিক।

আল্লাহ্ যেন তাঁকে জান্নাত বাসী করেন।আমিন।

বরিশাল মুক্তখবর পরিবারের-এর পক্ষ থেকে লিটন বাশারকে বিনম্র শ্রদ্ধা।

 

 

 




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা