Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ১৪, ২০২৫ ৫:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ বরিশালে এক যুবক গ্রেফতার 
Saturday November 26, 2022 , 2:29 pm
Print this E-mail this

আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের

প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ বরিশালে এক যুবক গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর উপজেলা চাঁদপুরা ইউনিয়ন থেকে ১৯৮০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (নভেম্বর ২৫)বন্দর থানাধীন চাঁদপুরা ইউনিয়ন ৯নং ওয়ার্ড দুর্গাপুর এলাকায় ঘর তল্লাশি করে ১৯৮০ পিস ইয়াবাসহ মৃত মজিদ হাওলাদারের পুত্র মামুন হাওলাদার (৩৫) কে আটক করে বলে নিশ্চিত করেন বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে ভাড়াটিয়া বাসায় মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা ব্যবসা করে আসছে। এই গোপন সংবাদের বিত্তিতে গত (নভেম্বর ১১) কোতয়ালী মডেল থানাধীন ১৩ নং ওয়ার্ড সিএন্ডবি পোল এলাকা থেকে (দুই হাজার) পিস ইয়াবাসহ তার মা তাসলিমা বেগমকে আটক করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ সময় মামুন হাওলাদার পালিয়ে যায়। তারই সূত্র ধরে বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশালের একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘর তল্লাশি করে ১৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী মামুন ঝালকাঠির নলছিটি উপজেলার ঝালকাঠি জেলার মোল্লার হাট এলাকার বাসিন্দা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে এস আই ইশতিয়াক আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।




Archives
Image
ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
Image
চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের পাশে শাকিব খান
Image
পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই বরিশালে গরুর মাংস বিক্রির অভিযোগ
Image
বরিশালে সার্ক টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
Image
ইন্টার্ন চিকিৎসকদের পদায়নে দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশাল শেবাচিম পরিচালক