Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ৭, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ছাই 
Friday April 11, 2025 , 5:51 pm
Print this E-mail this

উপজেলা নির্বাহী কর্মকর্তার ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস

পিরোজপুরের কাউখালীতে অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ছাই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (এপ্রিল ৯) আনুমানিক দুপুর ১:৩০ টার দিকে উপজেলা সদরের ওয়ারিদ টাওয়ার সংলগ্ন উজিয়ালখান এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদারের ভাড়াটিয়া দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় দুইটি ঘরের চারটি ভাড়াটিয়া পরিবারের আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র, নগদ অর্থ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সকল প্রকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ভাড়াটিয়া ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো-বিমল পাটিগর, সঞ্জয় পাটিগর, উত্তম দাস, গৌতম দাস।এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়। ঐ সময় ওই ঘরের লোকজন অন্য বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল। ঘর তালাবদ্ধ ছিল। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সঠিকভাবে তার তথ্য এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আশেপাশে পানির ব্যবস্থা না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে বিলম্ব হয়। উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: খলিলুর রহমান, মোবাইলে মাধ্যমে সংবাদ পেয়ে আমরা এসে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে। বাড়ির মালিক রাকিব তালুকদার জানান, তার দুটি ঘর সম্পূর্ণ পড়ে ছাই হয়ে গেছে এবং ভাড়াটিয়া পরিবারের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক সব মিলিয়ে প্রায় ১৮থেকে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো: সোলায়মান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।




Archives
Image
চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ
Image
প্রার্থী ঘোষণার মাধ্যমে সরোয়ারের প্রত্যাবর্তন, বরিশাল বিএনপিতে ঐক্যের সুর
Image
ডিসেম্বরেই খুলে দেওয়া হবে বরিশালের ‘গোমা সেতু’
Image
রাস্তা সংস্কারের দাবিতে বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
Image
বরিশালের পাঁচটি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা