Current Bangladesh Time
শনিবার জানুয়ারি ১৭, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দ্বিতীয় বিয়ে করায় কবির তালুকদারের গোপনাঙ্গ কেটে দিয়েছে প্রথম স্ত্রী 
Wednesday May 19, 2021 , 2:30 pm
Print this E-mail this

পল্লী বিদ্যুতের লেবার সর্দার ইব্রাহীমের মেয়ে হাসির সঙ্গে প্রায় ১৫ বছর আগে বিবাহ হয় তার

দ্বিতীয় বিয়ে করায় কবির তালুকদারের গোপনাঙ্গ কেটে দিয়েছে প্রথম স্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দ্বিতীয় বিয়ে করায় কবির তালুকদারের গোপনাঙ্গ কেটে দিয়েছে প্রথম স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী হাসি বেগমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) মধ্যরাতে পটুয়াখালী সদর উপজেলার ২নং বদরপুর ইউনিয়নের টেংরাখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের লেবার সর্দার ইব্রাহীমের মেয়ে হাসির সঙ্গে প্রায় ১৫ বছর আগে কবিরের বিবাহ হয়। তাদের (১৩) এবং (১) বছরের দুটি সন্তান রয়েছে। কবিরের ভাই মাসুদ জানায়, রাত ২.২৮ মিনিটে কবিরকে চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে নেয়া হয়। তবে রোগীর অবস্থা ভালো না হওয়ায় প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে এবং পরে সেখান থেকে ঢাকায় নেয়া হচ্ছে। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আখতার মোরশেদ বলেন, কবির তালুকদার কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এতে প্রথম স্ত্রী হাসি বেগম ক্ষিপ্ত হয়ে গভীর রাতে কবিরের গোপনাঙ্গ কেটে দেয়। পরে কবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। রাতেই স্ত্রী হাসি বেগমকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




Archives
Image
বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক
Image
আগামী ১২ ফেব্রুয়ারিই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রধান উপদেষ্টা
Image
শীতের রাতে চুলকানি বাড়ে কেন? জানুন সমাধান
Image
থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২, আহত ৩০
Image
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি