Current Bangladesh Time
শুক্রবার জুন ২০, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশে ফের করোনার হানা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ 
Tuesday June 3, 2025 , 6:27 pm
Print this E-mail this

শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ : স্বাস্থ্য অধিদপ্তর

দেশে ফের করোনার হানা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে পরীক্ষা করে নয় জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ। মঙ্গলবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নয় জন করোনা আক্রান্ত হয়েছেন। এ যাবত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭২৯ জন। ২৪ ঘণ্টায় দু’জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ যাবত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৫৪ জন। এ সময় পর্যন্ত মোট ৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ যাবত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ১৭১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক পাঁচ। এ যাবত শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য পাঁচ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ। এ সময় পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ২৪ হাজার ৪৯৯ জনের এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। গতকাল সোমবার দেশে ২৪ ঘণ্টায় ২৮ জনকে পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল।




Archives
Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
Image
ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত
Image
যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল
Image
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার
Image
একদিনে আরও ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত, ১৩৮ জনই বরিশালের