Current Bangladesh Time
শুক্রবার জুন ২০, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ট্রাকের সঙ্গে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৪০ 
Monday April 7, 2025 , 10:09 am
Print this E-mail this

নিহতদের মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর

ট্রাকের সঙ্গে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৪০


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রয়াত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাওয়ার পথে রাজশাহীতে বাস উল্টে তিন জামায়াত কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) রাত ১২টার দিকে রাজশাহীর খড়খড়ি বাইপাস সড়কে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়। এ সময় একটি বাস উল্টে পাশের খাদে পড়ে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। বাস দুটিতে করে চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়ন থেকে জামায়াতের নেতাকর্মীরা পিরোজপুর যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলার ঘোড়াপাখিয়া এলাকার সাদিকুল ইসলামের ছেলে জুয়েল আহমেদ (৪০)  বেলায়েত হোসেনের ছেলে নাসিম উদ্দিন (৪৫) এবং জোবদুল হকের ছেলে মিজানুর রহমান (৩২)। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, রাজশাহীর খড়খড়ি বাইপাস সড়কে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বালুবাহী ড্যাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এ সময় ট্রাকটিকে পেছনে থাকা আরও একটি বাস ধাক্কা দেয়। এতে দ্বিতীয় বাসটিরও এক পাশ দুমড়ে-মুচড়ে যায়। পরে দুর্ঘটনার খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে উল্টে যাওয়া যাত্রীবাহী বাস থেকে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতাকর্মীরা। রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানিয়েছেন, দুইটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশে তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে পিরোজপুর যাচ্ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ (ইএমও) ডা. শংকর কে বিশ্বাস জানিয়েছেন, এই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ৪০ জন। আহতরা হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া নিহতদের মরদেহ হাসপাতালে মরচুয়ারিতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশের মাধ্যমে নিহতদের মরদেহগুলো আজ দুপুরের মধ্যেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




Archives
Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
Image
ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত
Image
যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল
Image
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার
Image
একদিনে আরও ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত, ১৩৮ জনই বরিশালের