Current Bangladesh Time
শুক্রবার জুন ২০, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মুখে ববি’র নতুন কোষাধ্যক্ষ নিয়োগ 
Thursday December 19, 2024 , 7:29 pm
Print this E-mail this

নতুন কোষাধ্যক্ষের কাছে প্রত্যাশা, তিনি ছাত্র-শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন রাখবেন

ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মুখে ববি’র নতুন কোষাধ্যক্ষ নিয়োগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে মো: মামুন অর রশিদকে নিয়োগ দেওয়া হয়েছে। এ আগে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিলেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এর মাধ্যমে গত ২৬ নভেম্বর নিয়োগ পাওয়া কোষাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল খান যোগদান না করেই বিদায় নিলেন। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ছিলেন। ববি সূত্রে জানা গেছে, কামাল খানের নিয়োগের পরই নানা অভিযোগ ওঠে। বিশেষ করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিম উল্লাহর সঙ্গে যোগসাজশ করে সেখানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে কামালের বিরুদ্ধে। এ নিয়ে শুরু থেকেই ববিতে আন্দোলনের কারণে তিনি যোগদান করতে এসে ক্যাম্পাস থেকে বিতাড়িত হন। শিক্ষকেরা তাকে অপসারণের দাবিতে আলটিমেটামও দেন।আন্দোলনকারী সহযোগী অধ্যাপক মো: জামালউদ্দিন বলেন, ‘আমাদের একটি দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাই। সরকার দাবি মেনে নিয়েছে। নতুন কোষাধ্যক্ষের কাছে প্রত্যাশা, তিনি ছাত্র-শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন রাখবেন।’ এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নতুন কোষাধ্যক্ষ মামুন বলেন, তিনি চিন্তা করছেন কখন যোগদান করবেন। এখনো সিদ্ধান্ত নেননি।




Archives
Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
Image
ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত
Image
যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল
Image
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার
Image
একদিনে আরও ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত, ১৩৮ জনই বরিশালের