Current Bangladesh Time
শনিবার ডিসেম্বর ২৭, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কুয়াকাটায় নববধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক 
Friday March 21, 2025 , 2:47 pm
Print this E-mail this

লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে-ওসি

কুয়াকাটায় নববধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কুয়াকাটার পাঞ্জুপাড়ায় স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে তার স্ত্রী মাফিয়া (১৬) বেগমকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে আটটার দিকে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া গ্রামের (৮নং ওয়ার্ড) স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে মাফিয়ার পরিবার এটি হত্যা বললেও মেহেদীর পরিবার বলছে এটি আত্মহত্যা। মাফিয়ার মা হাফিজা বেগম ও ভাই বনি আমিনসহ তাদের পারিবারের সদস্যদের অভিযোগ, প্রায় ৩ মাস আগে পারবারিকভাবে একই গ্রামের মেহেদী হাসানের (২২) সঙ্গে মাফিয়ার (১৬) বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেহেদী মাফিয়াকে নির্যাতন করে আসছে। গতকাল দুপুরে মাফিয়া তার ছোটবোন মারিয়া (১০) কে তার স্বামীর বাড়িতে যেতে বলেন। এসময় মারিয়া তাদের বাড়িতে গিয়ে মেহেদী মাফিয়াকে ব্যাপক মারধর করছে দেখতে পেয়ে বাড়িতে এসে বলে দেন। রাত সাড়ে আটটার দিকে মেহেদী তার শ্বশুর হারিছকে ফোন দিয়ে মাফিয়া গলায় দড়ি দিয়েছেন বলে জানান। পরে মা হাফিজা বেগম ও বাবা হারিছ তাদের বাড়িতে গিয়ে মাফিয়াকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মাফিয়ার পরিবার এটিকে হত্যা বললেও মেহেদীর পরিবারের দাবি মাফিয়া সবার অগোচরে ঘরের দোতলায় গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মহিপুর থানার ওসি তদন্ত অনিমেষ জানান, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে বোঝা যাবে আসল ঘটনা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।




Archives
Image
এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা
Image
ঢাকার কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদরাসার কক্ষ, শিশুসহ আহত ৪
Image
বরিশাল অঞ্চলের ৩ লঞ্চের রুট পারমিট বাতিল
Image
ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান
Image
উৎসবমুখর পরিবেশে বরিশাল সরকারি মহিলা কলেজের পূর্ণমিলনী অনুষ্ঠান