Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১৮, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনায় আক্রান্ত বরিশালের পুলিশ সুপার মো: মারুফ হোসেন 
Thursday August 5, 2021 , 5:12 am
Print this E-mail this

তার দ্রুত সুস্থতা কামনা করেছে – বরিশাল মুক্তখবর পরিবার

করোনায় আক্রান্ত বরিশালের পুলিশ সুপার মো: মারুফ হোসেন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন (পিপিএম) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (আগস্ট ৪) রাতে তার করোনা শনাক্তের রিপোর্টে পজিটিভ এসেছে। বর্তমানে তিনি নগরীর রাজা বাহাদুর সড়কের সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো: শাহজাহান হোসেন। তিনি বলেন, পুলিশ সুপার মো: মারুফ হোসেন করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে তিনি নিয়মিত অফিস ও জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের তদারকির দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার (জুলাই ২) সকালে গলা ব্যথা ও জ্বরে আক্রান্ত হন তিনি। শারীরিকভাবে অসুস্থ্যবোধ করলে তিনি ওই দিন থেকেই সরকারি বাসভবনে আইসোলেশনে চলে যান। তিনি আরও বলেন, পরদিন (আগস্ট ৩) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজিস্টের মাধ্যমে তার নমুনা সংগ্রহ করে আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। রাতে তার রিপোর্ট পজিটিভ এসেছে। মো: শাহজাহান হোসেন আরও বলেন, পুলিশ সুপার মো: মারুফ হোসেনের এই মুহূর্তে হালকা জ্বর ও গলা ব্যথা ছাড়া অন্য কোনো উপসর্গ (কাশি, শ্বাসকষ্ট) নেই। তিনি নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এছাড়াও পুলিশ হাসপাতালের চিকিৎসকরা তার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। পাশাপাশি তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের কর্মকাণ্ড পরিচালনা করছেন। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন। এদিকে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন জেলা পুলিশের কর্মকর্তারাসহ সদস্যরা।

তার দ্রুত সুস্থতা কামনা করেছে – বরিশাল মুক্তখবর পরিবার




Archives
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু
Image
চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
Image
সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে : শিক্ষা উপদেষ্টা
Image
বর্ণাঢ্য আয়োজনে বরিশালে কালবেলা’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন
Image
বরগুনার তালতলীতে জলবায়ু ঋণ বাতিলের দাবিতে পদযাত্রা