জলাবদ্ধতা নিরসনের জোর দাবী জানিয়েছে বরিশালের ভুক্তভুগি সাধারণ মানুষ
একটু বৃষ্টিতেই বরিশাল নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : একটু বৃষ্টি হলেই বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে তলিয়ে যায়। ফলে নানা বিড়ম্বনায় পড়তে হয সাধারণ মানুষের। কেউ বৃষ্টিতে ভিজে তারপরে তার কর্মস্থলে পৌঁছাতে হয়েছে। বৃষ্টিতে রাস্তায় প্রচুর পানি জমে থাকায় যানচলাচলেও নানাবিদ সমস্যার সৃষ্টি হয়। দেড়-দুই ফুট পানি থাকায় সড়কে মাত্র দুই একটি যান চলাচল করে। বরিমাল সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ সহ জলাবদ্ধতা নিরসনের জোর দাবী জানিয়েছে বরিশালের ভুক্তভুগি সাধারণ মানুষ।