Current Bangladesh Time
শুক্রবার জুন ২০, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আবারো একসঙ্গে শাকিব খান-নাবিলা 
Friday May 30, 2025 , 5:11 pm
Print this E-mail this

ঈদের একটি অনুষ্ঠানে দেখা যাবে দু’জনকে

আবারো একসঙ্গে শাকিব খান-নাবিলা


মুক্তখবর বিনোদন ডেস্ক : আলোচিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান মাসুমা রহমান নাবিলা। এরপর তাকে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় দেখা যায়। এই সিনেমার শুটিং সেটেই নাকি শাকিবকে প্রথম দেখেছিলে এই অভিনেত্রী। সে সময় শাকিব নিয়ে নাবিলা বলেছিলেন, শাকিব খানের সঙ্গে আমার প্রথম সেটেই দেখা হয়েছিল। প্রথম দেখাতেই তার তুফান-এর লুকটা ছিল। প্রথম দেখেই মনে হয়েছিল, তিনি অনেক সুন্দর। তিনি আমাদের মতোই। তিনি স্টার, সুপারস্টার-মেগাস্টার, তিনি ধরাছোঁয়ার বাইরে, তাকে কোথাও সহজে দেখা যায় না, উনি আমাদের মতোই একজন সহজ মানুষ। তার সঙ্গে বসে আমি গল্প করতে পারি। তবে বেশ নার্ভাস ছিলেন সে কথাও জানিয়েছিলেন নাবিলা। তার কথায়, একটু নার্ভাসনেসও ছিল। সিনেমার শেষ দৃশ্যটাই সবার আগে শুটিং হয়েছে। তিনি শুটিংয়ে সাহায্য করেছেন। তবে তিনি একটু অন্তর্মুখী। কিন্তু সহ-অভিনেতার সঙ্গে আমার বন্ডিংটা দরকার ছিল। সেই শাকিবের সঙ্গে আবার স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন নাবিলা। তবে এবার সিনেমার পর্দায় নয়। এবার দুজনকে দেখা যাবে একটি টেলিভিশন শোতে। যেখানে একজন অতিথি, আরেকজন থাকবেন উপস্থাপনার দায়িত্বে। জানা গেছে, আসন্ন ঈদের একটি অনুষ্ঠানে নাবিলার অতিথি হিসেবে দেখা যাবে শাকিব খানকে। এ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে। শুটিং সেট থেকে একসঙ্গে তোলা একটি ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন নাবিলা। আর ক্যাপশনে বলেন, এটা আমার সহকর্মীর সঙ্গে একটি বাধ্যতামূলক ছবি। আজ ঈদের একটি শোতে আমার অতিথি হয়েছেন মেগাস্টার শাকিব খান।




Archives
Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
Image
ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত
Image
যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল
Image
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার
Image
একদিনে আরও ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত, ১৩৮ জনই বরিশালের