Current Bangladesh Time
বুধবার মে ৮, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অধিক মূল্যে বরিশালে হেক্সিসল বিক্রি, জরিমানা ৫২ হাজার টাকা! 
Wednesday May 6, 2020 , 11:07 pm
Print this E-mail this

নগরীর ফলপট্টি এলাকার দুটি ফলের দোকানকে ৫শ’ করে মোট ১ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়

অধিক মূল্যে বরিশালে হেক্সিসল বিক্রি, জরিমানা ৫২ হাজার টাকা!


নিজস্ব প্রতিবেদক : বরিশালে অধিক মূল্যে হেক্সিসল বিক্রি করায় দুই ফার্মেসিকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ মে) নগরের সদর রোড ও ফকির বাড়ি রোডের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। এসময় সহযোগীতায় করে র‌্যাব-৮ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুটি টিম। তিনি জানান, বুধবার সদর রোডের মেডিসিন প্লাস নামের ফার্মেসিতে গিয়ে দেখা যায়, তারা ১৩০ টাকা মূল্যের হেক্সিসল ২শ’ টাকায় বিক্রি করছেন। ফলে ফার্মেসির মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সেখান থেকে আরও জানা যায়, সুমন মেডিকেল হল নামে একটি পাইকারি ওষুধের দোকানে অধিক দামে হেক্সিসল বিক্রি করার ফলেই নগরীতে এ পণ্যের খুচরা মূল্য বেশি। ওই তথ্যের ভিত্তিতে ফকির বাড়ি রোডে সুমন মেডিকেল হলে গিয়ে দেখা যায়, তারা ১১৫ টাকা পাইকারি মূল্যে কেনা হেক্সিসল (যার সর্বোচ্চ খুচরা মূল্য ১৩০ টাকা) ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি করছে। সেখানে উপস্থিত একাধিক ফার্মেসি দোকানদার ও কর্মচারীর সঙ্গে কথা বলে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। দেখা যায় অন্যান্য পণ্য বিক্রির রশিদ থাকলেও উর্ধ্বমূল্যে বিক্রির কারণে হেক্সিসল বিক্রির কোনো রশিদ নেই দোকানটিতে। অধিক মূল্যে হেক্সিসল বিক্রির দায়ে সুমন মেডিকেল হলের প্রোপ্রাইটর রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মূল্যতালিকা প্রদর্শন না করে একই পণ্য বিভিন্ন মূল্যে বিক্রি করার অপরাধে নগরীর ফলপট্টি এলাকার দুটি ফলের দোকানকে ৫শ’ করে মোট ১ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়।




Archives
Image
বরগুনার তালতলীতে তিন চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গণধর্ষণের মামলা
Image
বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম : সিইসি
Image
বরিশালের দুই উপজেলায় চলছে ভোটগ্রহণ
Image
বরিশালে ভোক্তার অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ