Current Bangladesh Time
বৃহস্পতিবার ডিসেম্বর ১১, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এবার ভোলায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে পোষ্ট অফিসে ডেকে নিয়ে ধর্ষণ 
Wednesday January 22, 2020 , 10:14 am
Print this E-mail this

এবার ভোলায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে পোষ্ট অফিসে ডেকে নিয়ে ধর্ষণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় এবার এক শিশু তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষন করা হয়েছে। আর এই ঘটনাটি ঘটে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা হাটের কাছে শাখা পোষ্ট অফিসের একটি কক্ষে। ওই অফিসের ডেলিভারি ম্যান শের আলী স্কুল ছাত্রীকে নতুন পোশাক দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে, ওই ছাত্রীকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় ভোলা সদর হাসপাতালে পুলিশ ছুটে যায়। তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। স্থানীয় ও নিযার্তিত শিশুর মা জানান, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্ত মুন্সি গ্রামের তৃতীয় শ্রেনীর এক ছাত্রী সোমবার সকালে স্কুলে যান। স্কুল থেকে ক্লাশের এক ফাঁকে ওই ছাত্রী চকলেট কিনতে দোকানে যায়। এ সময় ইলিশা বাজারের কাছে স্কুলের পাশে শাখা পোষ্ট অফিসের পোষ্ট ম্যান শের আলী ওই ছাত্রীকে নতুন পোষাক দেয়ার প্রলোভন দেখায়। এক পযার্য়ে তাকে পোষ্ট অফিসের একটি কক্ষে নিয়ে ধর্ষণসহ শারীরিক নিযার্তন করে। এ ঘটনা কাউকে জানালে নিযার্তিত শিশু ছাত্রীকে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষক। পরে বাড়ি গেলে তার শরীরে আঘাতের চিহ্ন দেখে মা জিজ্ঞেস করলে শিশুটি তার মায়ের কাছে ঘটনা খুলে বলেন। রাতে ধর্ষিতার পিতা বাড়ি গেলে ঘটনাটি তিনি জানতে পারেন। এরপর মঙ্গলবার সকালে তিনি এলাকার ইউপি সদস্যর কাছে জানান। তখন ইউপি সদস্য তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরার্মশ দেন। এরপর শিশুটিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভোলা জেলা ডাকঘরের পোষ্ট মাষ্টার ম্যাশল কান্তি ঘোষের কাছে জানতে চাইলে তিনি জানান, ইলিশা শাখা পোষ্ট অফিসের কক্ষে ধর্ষনের ঘটনা জানেন না। এদিকে খবর পেয়ে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন হাসপাতালে ভর্তি ধর্ষনের স্বীকার শিশুটিকে দেখতে যান এবং ঘটনার তদন্ত শুরু করেন। উল্লেখ্য, গত প্রায় ১ সপ্তাহ আগে ভোলার চরফ্যাসনে ও দৌলতখানে পৃথক ২টি ধর্ষনের ঘটনা ঘটে।




Archives
Image
বরিশালে ব্ল্যাকমেইল করতে গিয়ে দুই ভুয়া সাংবাদিক আটক
Image
বরিশালে অদম্য নারীরা পেলেন সম্মাননা
Image
বরিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভা
Image
বরিশালে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
Image
পিরোজপুরের কাউখালীতে নবাগত ইউএনওর সভা