Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৩ দফা দাবিতে বরিশালে বাসদ’র সমাবেশ 
Wednesday August 3, 2022 , 3:28 pm
Print this E-mail this

জেলা প্রশাসক ও মেয়র বরাবর স্মারকলিপি পেশ

৩ দফা দাবিতে বরিশালে বাসদ’র সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মহাসড়কে ৬ লেনের রাস্তা বাস্তবায়ন ও গুরুত্বপূর্ণ স্থানে পার্কিং স্ট্যান্ড নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে মাস্টারপ্ল্যান অনুযায়ী সকল খাল সংস্কার, পুনরুদ্ধার ও পুনর্খননসহ ৩ দফা দাবিতে বরিশ‍ালে বাসদ’র দাবিমাসের সমাপনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (আগস্ট ৩) সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার হলচত্বরে ‍এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তীর সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন-জেলা শাখার সদস্য ও বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সদস্য সন্তু মিত্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন ২৮ নংওয়ার্ড শাখার সভাপতি মোকছেদুর রহমান, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ ২৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আইউব আলী, ১নং ওয়ার্ড শাখার সভাপতি রিয়াজুল হক, ২৫ নং ওয়ার্ড শাখার সভাপতি শাহীন শরীফ, ২৪নং ওয়ার্ড শাখার সভাপতি সিরাজুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদার প্রমুখ। বক্তারা বলেন, গত ২৬ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এক মাসে ১৫টি সড়ক দুর্ঘটনায় বরিশাল মহাসড়কে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। অপ্রশস্ত মহাসড়ক ও ২ লেনের সরু রাস্তাই এসব দুর্ঘটনার জন্য দায়ী বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। অথচ পত্র-পত্রিকার প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, ২০১৮ সালে বরিশালের মহাসড়ক প্রশস্তকরণের প্রকল্প একনেকে পাশ হয়েছে কিন্তু আজ পর্যন্ত তার কোন অগ্রগতি হয়নি। পদ্মাসেতু চালু হওয়ার পর গাড়ির চাপ বেড়েছে এবং সরু সড়কে দুর্ঘটনা ও বাড়ছে। এমতাবস্থায় বরিশালের মহাসড়কে ৬ লেনের রাস্তা নির্মাণের মাধ্যমে সড়কে মৃত্যুর মিছিল কমানোর জন্য আহবান জানান। বক্তারা আরো বলেন, নগরীর ২৩টি খাল দীর্ঘদিন ধরে পুনরুদ্ধার ও পুনর্খনন না হওয়ায় নগরীতে জলাবদ্ধতা বাড়ছে এবং পরিবেশ বিনষ্ট হচ্ছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে একটি প্রতিনিধি দল বরিশাল জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি পেশ করে।




Archives
Image
বরিশালের গৌরনদীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ : ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার