Current Bangladesh Time
শনিবার মে ১১, ২০২৪ ১২:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ১৮ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার! 
Monday August 1, 2022 , 10:23 am
Print this E-mail this

সাইফুল সাত মাসের অন্তঃসত্ত্বা মনোয়ারাকে পিটিয়ে হত্যা করেন

১৮ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহে ১৮ বছর পালিয়ে থাকার পর সাইফুল ইসলাম (৪৫) নামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামি গ্রেফতার হয়েছেন। শনিবার (৩০ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটনের দারুস সালাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশ‍্যন ব‍্যাটালিয়ন (র‍্যাব)-১৪’র একটি দল। রবিবার (৩১ জুলাই) বিকেলে র‌্যাব-১৪ কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হুরবাড়ি এলাকার মৃত মিজান মিয়ার ছেলে। র‌্যাব জানায়, ১৯৯২ সালের দিকে হুরবাড়ী গ্রামের আব্দুল আউয়ালের সঙ্গে মনোয়ারা আক্তারের বিয়ে হয়৷ বিয়ের পর মনোয়ারা আক্তারকে যৌতুকের দাবিতে নির্যাতন করা হতো। এরপর ১৯৯৪ সালের ১১ ডিসেম্বর রাতে যৌতুকের দাবিতে আব্দুল আউয়াল, তার দুই বোন শামছুন্নাহার, হাফেজা খাতুন এবং আব্দুল আউয়ালের ভাতিজা সাইফুল ইসলাম সাত মাসের অন্তঃসত্ত্বা মনোয়ারাকে পিটিয়ে হত্যা করেন। এদিকে হত্যার ঘটনা ধামাচাপা দিতে মনোয়ারার মুখে বিষ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রচার করেন তারা। এ ঘটনায় মনোয়ারার ভাই মো. শহিদুল্লাহ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ২০০৪ সালের জানুয়ারি মাসে সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।




Archives
Image
বিমানবন্দরে ময়লার ঝুড়িতে মিলল ৭০ লাখ টাকার সোনা
Image
না ফেরার দেশে হায়দার আকবর খান রনো
Image
বরিশালে বিশ্বনবীকে কটূক্তি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বিচারের আশ্বাস ইউএনও’র
Image
বরিশালে ১০ কেজি গাঁজাসহ আটক ৪
Image
আপত্তিকর ম্যাসেজকে কেন্দ্র করে বরিশ‍াল বিশ্ববিদ্যালয়ে মারামারি