Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২৭, ২০২৪ ১০:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » লকডাউনে ব্যবসার ধরন বদলেছে বরিশালে নিম্ন আয়ের মানুষ 
Sunday May 31, 2020 , 9:47 am
Print this E-mail this

চায়ের দোকান বন্ধ করে এখন নিত্যপ্রয়োজনীয় মুদি মনোহারী ব্যবসা শুরু

লকডাউনে ব্যবসার ধরন বদলেছে বরিশালে নিম্ন আয়ের মানুষ


মো: জিহাদ রানা, অতিথি প্রতিবেদক : সারা দেশের মতো করোনা প্রাদুর্ভাব এড়াতে বরিশালেও লকডাউন ঘোষণা করেছিলো প্রশাসন। এতে ফার্মেসি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ করে দেয়া হয় বরিশালের। প্রথম দিকে সরকারী সহযোগীতা পেয়ে কর্মহীন মানুষ ঘরে থাকলেও লকডাউন শিথিল করার পরপরই ব্যবসার ধরন বদলে দিয়েছে নিম্ন আয়ের মানুষগুলো। জীবিকার তাগিদেই ঘর থেকে বের হয়েছেন বলে জানায় এসব নিম্ন আয়ের মানুষ। সরেজমিন ঘুরে দেয়া যায়, করোনা পরিস্থিতে জনসমাগম এড়াতে যানচলাচল বন্ধ করার পাশাপাশি চায়ের দোকান বন্ধ করে দিয়েছে প্রশাসন। তাই অনেকেই বাধ্য হয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করে দুমোটো খাবারের জোগান দিচ্ছেন। নগরীর বিএম কলেজ এলাকার চা বিক্রেতা অপু। তিনি প্রায় ৩৫ বছর ধরে চা বিক্রি করছেন। প্রতিদিন তিনি চা বিক্রি করে ৪/৫ হাজার টাকা পেত। তার চায়ের সুনাম ওই এলাকা ছাড়াও প্রায় বরিশাল শহরজুড়ে। কিন্তু করোনার কারণে চায়ের দোকান বন্ধ করে তিনি এখন নিত্যপ্রয়োজনীয় মুদি মনোহারী ব্যবসা শুরু করেছেন। অপু জানায়, চায়ের দোকান মানেই গ্যাদারিং, যেহেতু করোনার কারণে লোক গ্যাদারিং করা যাবে না এবং এই সংকট কবে কাটবে তাও বলা যাচ্ছে না তাই জীবিকা নির্বাহের জন্য মুদি মনোহারীর ব্যবসা শুরু করেছি। জিয়া সড়ক এলাকার শাকিল। কয়েকবছর ধরে তিনি অটোরিকসা চালাতেন। করোনার কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তার সংসার চালাতে বেশ কষ্টসাধ্য হয়ে যায়, তাই তিনি এখন নতুল্লাবাদ কাঁচা বাজারে ডিমের ব্যবসা শুরু করেছেন। পলাশপুরের ভ্যান চালক আমীর আলী। তিনি দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বেশ ভালোই চলছিলো তার সংসার কিন্তু করোনার প্রাদুর্ভাবে থমকে যায় তার ভ্যান চালানো। তাই লকডাউন শিথিল হওয়ার পরে তিনি তার ভ্যানে তরকারীর ব্যবসা শুরু করেছেন। আমীর আলী বলেন, লকডাউনের কারনে আমি বাসায় অবস্থান করেছিলাম। প্রথমে সরকারের পক্ষ থেকে সহযোগীতা পেয়েছিলাম। কিন্তু এ সহযোগীতায় পরিবারের ৬ সদস্য নিয়ে আর কয়দিন চলা যায়। তাই বাধ্য হয়ে ভ্যানে তরকারী ব্যবসা শুরু করেছি। শুধু অপু, শাকিল, শামিম কিংবা আমীর আলীই নয় তাদের মতো অনেক নিম্ন এবং মধ্যম আয়ের মানুষ বদলেছে তাদের ব্যবসার ধরন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে সকলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে সরকারের বেশি বেগ পোহাতে হবে না বলে মনে করছেন সুশীল সমাজ। পাশাপাশি এসব মানুষগুলার জন্য সরকারী সহায়তা অবহ্যত থাকার আহব্বানও জানায় তারা।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ