Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ৮:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় লঞ্চ মালিকের দুঃখপ্রকাশ 
Monday January 10, 2022 , 11:35 pm
Print this E-mail this

ফেসবুকে ছবি দেওয়ায় ও পুলিশকে জানানোয় যাত্রীদের মারধর করে লঞ্চের স্টাফরা

বরিশালের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় লঞ্চ মালিকের দুঃখপ্রকাশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নদী বন্দরে এমভি সুরভী-৯ লঞ্চে দুই চিত্র সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মালিকপক্ষ।সোমবার (জানুয়ারি ১০) দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এর লিখিত কপি সাংবাদিকদের হাতে তুলে দেন সুরভী লঞ্চের মালিক রেজিন উল কবির। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের সভাপতিত্বে এসময় সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, নুরুল আলম ফরিদসহ টেলিভিশন ও চিত্র সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এসময় লঞ্চ মালিক রেজিন উল কবির জানান, অভিযুক্ত ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৭ দিনের মধ্যে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন জানান, এই ঘটনায় অন্যান্য যারা জড়িত আছে, তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় লঞ্চ মালিক দুঃখ প্রকাশ করলেও যাত্রীদের মারধরের বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়নি মালিকপক্ষ। রোববার গণমাধ্যমে এক সাক্ষাৎকারে লঞ্চ মালিক রেজিন উল কবির বলেছিলেন, ভাড়া নিয়ে এ ধরণের ঘটনা মাঝেমধ্যে হয়ে থাকে। তবে যে যাত্রীদের টাকায় দক্ষিণাঞ্চলের লঞ্চ ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের মারধরের বিষয়েও আনুষ্ঠানিক বক্তব্য মালিকপক্ষের দেওয়া উচিত বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। উল্লেখ্য, শনিবার রাতে ঢাকা থেকে ৫ শতাধিক যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয় এমভি সুরভী-৯ লঞ্চটি। মাঝপথে ইঞ্জিনে ত্রুটি ও আগুনের ঘটনা ঘটলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীরা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ৯৯৯ এর সহায়তা নিলে চাঁদপুরের মোহনগঞ্জে লঞ্চটিকে নোঙ্গর করানো হয়। রাতভর আগুন আতঙ্কে কাটানোর পর বরিশাল ঘাটে পৌঁছে লঞ্চটি। এদিকে ফেসবুকে ছবি দেওয়ায় ও পুলিশকে জানানোয় যাত্রীদের মারধর করে লঞ্চের স্টাফরা। যার চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হন বেসরকারি দুটি টেলিভিশন চ্যানেলের দুই চিত্র সাংবাদিক।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ