Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের রুপাতলীতে শীগ্রই উদ্বোধন হতে যাচ্ছে ‘‘জম জম মেডিকেল সেন্টার” 
Monday July 12, 2021 , 8:47 pm
Print this E-mail this

সকলের কাছে দোয়া কামনা করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুদুল হক এনাম

বরিশালের রুপাতলীতে শীগ্রই উদ্বোধন হতে যাচ্ছে ‘‘জম জম মেডিকেল সেন্টার”


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে চিকিৎসা সেবা ব্যবস্থায় পরীক্ষা-নিরীক্ষা ডায়াগনস্টিক মহলে নতুন একটি প্রতিষ্ঠানের শীগ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে। সঠিক সেবাই আমাদের প্রত্যাশা-এই নীতিতে বরিশালের রুপাতলীতে ‘‘জম জম মেডিকেল সেন্টার” নামে এ প্রতিষ্ঠানটির মোড়ক শীগ্রই উন্মোচিত হতে চলেছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুদুল হক এনাম। রুপাতলীর পাওয়ার হাউজের বিপরীতে মান্নান প্লাজায় প্রতিষ্ঠানটির বেশ নান্দনিকভাবে সাঁজাতে সকল কার্যক্রম চলছে। স্থানীয়রা জানান, রুপাতলীতে এখন পর্যন্ত এমন কোন প্রতিষ্ঠান তৈরি হয়নি। বর্তমানে জম জম মেডিকেল সেন্টারের কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হলে আমাদের দূরে গিয়ে পরিক্ষা-নিরীক্ষা করাতে আর বেগ পোহাতে হবে না। বাসার কাছে বসেই আমরা সেবা ভোগ করতে পারব। আর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুদুল হক এনাম একজন যোগ্য ও আদর্শবান ব্যক্তি। তার পরিচালনায় প্রতিষ্ঠানটি সঠিক সেবা প্রদান করে সুনাম বয়ে আনবে বলে আমাদের প্রত্যাশা। এ বিষয়ে জম জম মেডিকেল সেন্টা্রের চেয়ারম্যান মাসুদুল হক এনাম জানান, জনসাধারণের সেবার প্রত্যাশায় আমার এ প্রতিষ্ঠান গড়ে তোলা। বরিশাল রুপাতলী এলাকায় কোন ডায়াগনস্টিক নেই। এখানের রোগীদের অনেক দূরে গিয়ে পরিক্ষা নিরিক্ষা করাতে হয়। এতে তাদের বেশ বেগ পোহাতে হয়। সর্বদিক বিবেচনায় প্রতিষ্ঠানটি গড়ার পিছনে আমার এমন পদক্ষেপ। সঠিক সেবা প্রদান নিশ্চিতপূর্বক সকলের দোয়া ও ভালবাসায় সুনামের সাথে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে-এটাই আমার প্রত্যাশা। এ বিষয়ে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।




Archives
Image
বরগুনার আমতলীতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক
Image
বরিশালের গৌরনদীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ : ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!