Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মোবাইল কোর্ট অভিযান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা জরিমানা 
Thursday May 7, 2020 , 5:29 pm
Print this E-mail this

আইনানুগ সহযোগিতা প্রদান করেন র‌্যাব-৮’র সদস্যগণ, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে-নির্বাহী ম্যাজিস্ট্রেট

বরিশালে মোবাইল কোর্ট অভিযান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ৭ মে বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল মহানগরীতে ১ টি মোবাইল কোর্ট টিম মাঠে অভিযান পরিচালনা করেন। এসময় চৌমাথা মোড়, নথুল্লাবাদ, বাংলা বাজার, আমতলার মোড়, কাঠপট্টি বেটতলা বাজার, ফকির বাড়ি ও চকবাজার, গীর্জা মহল্লা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ বাজার মনিটরিং, জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি মেয়াদ উত্তির্ন পণ্য বিক্রয় করার অপরাধে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১টি প্রতিষ্ঠানকে মোট ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন-এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মো: নাজমূল হুদা। অভিযানকালে নগরীর নতুনবাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না থাকার অপরাধে হানিফ তার কৃত অপরাধ স্বীকার করলে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়। বগুড়া রোড এলাকায় সরকারি ভাতা বিতরণের সময় সামাজিক দূরত্ব ছিল না। উক্ত স্থানে সবাইকে হ্যান্ড মাইকের মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়। একই পন্থায় নতুল্লাবাদ, নবগ্রাম ও চৌমাথা বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের লাইনে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়। অভিযানে মোবাইল কোর্টকে আইনানুগ সহযোগিতা প্রদান করেন র‌্যাব-৮’র সদস্যগণ। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন