Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ২:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রাইভেটকার থেকে ফেন্সিডিল উদ্ধার, আটক ৪ 
Wednesday September 8, 2021 , 6:09 pm
Print this E-mail this

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের

বরিশালে প্রাইভেটকার থেকে ফেন্সিডিল উদ্ধার, আটক ৪


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রাইভেটকারের তেলের ট্যাংকিতে করে আনা ৯০ বোতল ফেন্সিডিলসহ বরিশালে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর বিশ্বাসপাড়া ২নং ওয়ার্ডস্থ পাঁকা ইউনিয়নের মোঃ জিন্নুর বিশ্বাসের ছেলে বেনজির বিশ্বাস (৪০), একই জেলার শিবগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডস্থ মোঃ সাদিকুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম বাবু (৩৫), বরিশাল কোতয়ালী মডেল থানাধীন ব্রাউন্ড কম্পাউন্ড এলাকার মৃত মোকছেদ আলী সিকদারের ছেলে মাইনুল ইসলাম সিকদার ওরফে মনু (৪৫) এবং বানারীপাড়া উপজেলার শলিয়া বাকপুর গ্রামের মিয়াবাড়ির মৃত হাচান আলীর ছেলে মাইনুদ্দিন মিয়া (৪৫)। বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেলের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়। বরিশাল মেট্টোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রামপট্টি পুলিশ চেকপোস্টে এয়ারপোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: শহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করছিলেন। এরই মধ্যে ঢাকা থেকে বরিশালগামী একটি নীল রঙের প্রাইভেটকার রামপট্টি পুলিশ চেকপোস্টে পৌছায়। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রাইভেটকারে থাকা গ্রেপ্তারকৃত ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন উত্তর দেন। এতে পুলিশ সদস্যদের সন্দেহ হলে প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে প্রাইভেটকারের তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কৌশলে লুকানো ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মিডিয়া সেল সূত্রে আরও জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা চাপাইনবাবগঞ্জ হতে অবৈধ ফেন্সিডিল এনে বরিশাল শহরের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলাও রয়েছে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ