Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১০:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পুলিশের ট্রাফিক বিভাগের সহযোগিতায় এক ছিনতাইকারী আটক 
Wednesday September 1, 2021 , 2:20 pm
Print this E-mail this

আটককৃত ও পলাতক ছিনতাইকারীর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি

বরিশালে পুলিশের ট্রাফিক বিভাগের সহযোগিতায় এক ছিনতাইকারী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে আটক করেছে মহানগর ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (আগষ্ট ৩১) দিবাগত রাত ৮ টার দিকে নগরীর সদর রোডস্থ ট্রাফিক বক্সের সামনে ভোলা থেকে চিকিৎসা নিতে বরিশালে আসা এক নারীর ব্যাগ নিয়ে দৌড় দিলে তার চিৎকারে স্থানীয় জনতা ছিনতাইকারীকে আটক করেন।বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাকির জানান, সন্ধ্যা সাড়ে আটটার দিকে সদর রোড ট্রাফিক বক্সের সামনে ডিউটি করার সময় হঠাৎ ডাক চিৎকার শুনে ছুটে গিয়ে ভোলা থেকে চিকিৎসা নিতে বরিশালে আসা শান্তা মজুমদার নামে এক নারীর ব্যাগ নিয়ে দৌড় দিলে স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারীকে আটক করি। এ সময় একজনকে আটক করা গেলেও অপর ছিনতাইকারী দ্রুত পালিয়ে যায়। বরিশাল নগরীর রসুলপুর এলাকার জুম্মান ব্যাপারীর ছেলে জুনাইদ বেপারী (২১) কে আটক করা হয়। তার সাথে থাকা নগরের নতুন বাজার এলাকার খলিল শিকদারের ছেলে শাওন শিকদার (২২) দৌড়ে পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাইকৃত ব্যাগটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত ও পলাতক ছিনতাইকারীর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




Archives
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার