Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নারী উদ্যোক্তাদের জন্য আইজিএ সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন 
Thursday November 18, 2021 , 9:39 pm
Print this E-mail this

শুভ উদ্বোধন করেন, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

বরিশালে নারী উদ্যোক্তাদের জন্য আইজিএ সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উদ্যোক্তার নারীদের উৎপাদিত ও তৈরী কৃত পন্য সামগ্রী বাজার জাত করনের লক্ষ্যে সরকার আই জি এ প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে নারীদের জন্য সেলস ও ডিসপ্লে সেন্টার বাস্তবায়ন করছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় বরিশাল নগরীর হাসপাতাল রোড ঝাউতলা ২য় গলির বিপরীতে বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত নারী উদ্যোক্তাদের তৈরী কৃত পন্য সামগ্রী বাজার জাত করনের লক্ষ্যে আই জি এ সেলস ও ডিসপ্লে সেন্টারের শুভ উদ্বোধন করেন, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহিলা বিষয়ক অধিদপ্তর’র উপ-পরিচালক দিলারা খানম। বিশেষ অতিথি ছিলেন-সিটি কর্পোরেশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ ফারুক হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল কাদের, জেলা তথ্য অফিস’র পরিচালক জাকির হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়’র প্রবেশ অফিসার বরিশাল সাজ্জাদ পারভেজ, বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, মহিলা বিষয়ক অধিদপ্তর’র সাবেক উপপরিচালক রাশিদা বেগম, আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখার সহসভাপতি পুস্প রানী চক্রবর্তী, বরিশাল উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি লিলি আহমেদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তাবৃন্দরা। শুরুতে প্রধান অতিথি ফিতা ও কেক কেটে সেলস ও ডিসপ্লে সেন্টারের শুভ উদ্বোধন করেন। সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা নারী উদ্যোক্তাদের জন্য আইজিএ সেলস ও ডিসপ্লে সেন্টারের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সেলস ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন অতিথিরা।




Archives
Image
দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
Image
৫ লাখ লিফলেট বিলি করছে বিএনপি, কী আছে এতে?
Image
মিল্টন সমাদ্দারের স্ত্রী ডিবিতে
Image
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image
আগুনের পরিধি দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে, তদন্ত কমিটি গঠন