Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৫:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দুই কেজি গাঁজা উদ্ধার, আটক ১ 
Tuesday February 25, 2020 , 7:47 pm
Print this E-mail this

যার আনুমানিক বাজার মূল্য এক লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

বরিশালে দুই কেজি গাঁজা উদ্ধার, আটক ১


নিজস্ব প্রতিবেদক : বরিশালে ২৫ গ্রাম গাঁজার সূত্র ধরে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের দুই কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় গাঁজা ব্যবসায়ী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কালাম আজাদ’র নেতৃত্বে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব ইছাকাঠি শাহ্ পড়ান সড়ক এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এই ঘটনায় আটককৃত মাদক সেবনকারী এবং পলাতক মাদক ব্যবসায়ীকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার খায়রুল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২৪ ফেব্রুয়ারি দুপুর দুইটার দিকে মহানগরীর কাউনিয়া থানার পরিদর্শক (অপারেশন) হিরন্ময় সরকারের নেতৃত্বে পশ্চিম কাউনিয়া লাকুটিয়া সড়কস্থ সাধুর বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় সেখান থেকে ২৫ গ্রাম গাঁজাসহ নথুল্লাবাদ এলাকাধীন বৌদ্ধপাড়া মোড়ের বাসিন্দা ও রাজাপুরের শিপন হাওলাদারের ছেলে মো: রাজু হাওলাদার (২১) কে আটক করে তারা। পরে তার দেয়া স্বীকারক্তি অনুযায়ী এয়ারপোর্ট থানাধীন ইছাকাঠি শাহ পরান সড়কে কাশিপুর ইউপি সদস্য আব্দুল কাদেরের বাড়িতে দ্বিতীয় অভিযান পরিচালণা করে কাউনিয়া থানা পুলিশ। এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কালাম আজাদ (উত্তর)। অভিযানকালে আব্দুল কাদের মেম্বারের ভাড়াটিয়া কাশিপুর বিল্ববাড়ি এলাকার আরআরএফ পুলিশ লাইন সংলগ্ন খলিফা বাড়ীর বাসিন্দা মৃত মান্নান খলিফার ছেলে নাঈম খলিফা (২০) এর বসতঘরে তল্লাশী চালানো হয়। তবে তার আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান মাদক ব্যবসায়ী নাঈম। এদিকে নাঈমের ঘরে তল্লাশী করে ২ কেজি গাঁজা উদ্ধার করা করে অভিযানিক দল, যার আনুমানিক বাজার মূল্য এক লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। উপ-পুলিশ কমিশনার খায়রুল আলম বলেন, এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন এসআই জসীম উদ্দিন। এতে আটককৃত রাজু হাওলাদার ও পলাতক নাঈমকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রাজুকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন