Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৩:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অটোরিক্সা চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ 
Friday December 31, 2021 , 9:18 pm
Print this E-mail this

অবৈধ পার্কিংয়ের অভিযোগে অটোরিক্সা আটক করে মামলা দেয় পুলিশ

বরিশালে অটোরিক্সা চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ব্যাটারিচালিত হলুদ অটোরিক্সা আটক করে মামলার দেওয়ার প্রতিবাদে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় দেড়ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চালকরা। এতে পটুয়াখালী, কুয়াকাটা ও বরগুনাগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।প্রত্যাক্ষদর্শীরা জানায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সকাল ১১টার দিকে রূপাতলী বাস টার্মিনাল এলাকায় অবৈধ পার্কিংয়ের অভিযোগে ৬টি হলুদ অটোরিক্সা আটক করে মামলা দেয় পুলিশ। এতে ক্ষুব্ধ হয় পুলিশ বক্সের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অটোরিক্সা চালকরা। অটো শ্রমিকরা জানান, প্রতিদিন নানা অজুহাতে ট্রাফিক পুলিশ অটো চালকদের হয়রানি করে। এর প্রতিবাদে সকাল ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত তারা রূপাতলীর পুলিশ বক্সের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেন। অটোচালকদের অবরোধের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। দেড়ঘণ্টা বিক্ষোভের পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ চালকরা। মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মো: সেলিম নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ট্রাফিক পুলিশ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দিচ্ছিলো। কয়েকটি অটোরিক্সার বিরুদ্ধে মামলা দেওয়ায় তারা প্রতিবাদ করে। পরে তাদের বুঝিয়ে বলার পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ