Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সদরের ছয় বছর বয়সী ক্ষুদে লেগস্পিনার সাদিদ, মুগ্ধ শচীন 
Thursday October 14, 2021 , 11:47 pm
Print this E-mail this

নিখাঁদ প্রতিভা, বয়স ৬, আশ্চর্যজনক প্রতিভা-শাহরিয়ার নাফিস, সাবেক অধিনায়ক

বরিশাল সদরের ছয় বছর বয়সী ক্ষুদে লেগস্পিনার সাদিদ, মুগ্ধ শচীন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ক্রিকেটে লেগস্পিন মানেই এক অদ্ভুত মায়াবী সৌন্দর্য। যুগে যুগে লেগস্পিনারদের কবজির মোচড়ে বিভ্রান্ত হয়েছেন ব্যাটাররা, বিমোহিত হন বিশেষজ্ঞ থেকে শুরু করে আপামর ক্রিকেটপ্রেমীরা। আর সেই লেগস্পিনারের বয়স যদি হয় মাত্র ছয়, তাহলে তা শচীন টেন্ডুলকারেরও নজর কাড়তে বাধ্য। যেমনটা হলো বরিশাল সদরের ছয় বছর বয়সী ক্ষুদে লেগস্পিনার সাদিদের বেলায়। বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডের মহাবাজ এলাকার সাদিদের বাড়ি।

গত ১০ অক্টোবর ফেসবুকে ভাইরাল হয় সাদিদের লেগস্পিন বোলিংয়ের একটি ভিডিও ক্লিপ। যা পৌঁছে গেছে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কাছে। ছোট্ট সাদিদের বোলিংয়ে মুগ্ধ ভারতের ব্যাটিং ঈশ্বর।

নিজের ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে শচীন লিখেছেন, ‘ওয়াও‍! একজন বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেলাম। এটি অসাধারণ। খেলাটির জন্য এই ছোট্ট ছেলেটির ভালোবাসা ও প্যাশন এখানে সুস্পষ্ট।’

https://www.facebook.com/watch/?v=3019471494978289

এর আগে গত ১০ অক্টোবর সিরাজুল ইসলাম শুভ নামের বাংলাদেশের এক ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি নিজের প্রোফাইলে আপলোড করেন। সেখানে তিনি ক্ষুদে স্পিনারের জবানিতে লিখেন, ‘এখন অনুশীলনের সময়। আমি প্রতিদিনই শিখছি।’

https://www.facebook.com/sieazulislam.suvo/posts/4547425472004790

অবশ্য এরও আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস নিজের ফেসবুক পেজে একই ছেলের বোলিংয়ের অন্য আরেকটি ভিডিও আপলোড করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘নিখাঁদ প্রতিভা। ছেলেটির নাম সাদিদ। তার বয়স ৬। বরিশালে তার বাড়ি। আশ্চর্যজনক প্রতিভা।’

ক্ষুদে লেগ স্পিনার আসাদুজ্জামান সাদিদ নিজের অনুভূতি প্রকাশ করে বলে, শচিন টেন্ডুলকার তার বোলিং দেখেছেন। তার ভিভিও শেয়ার করেছে। এটা দেখে তার খুব ভালো লাগছে। আনন্দ হচ্ছে। সাদিদ অনুসরণ করেন অসি কিংবদন্তি শেন ওয়ার্ন ও আফগান লেগ স্পিনার রশিদ খানকে। ব্যাটসমান হিসেবে দেশের বাইরে এবি ডি ভিলিয়ার্স ও মাক্সওয়েল তার পছন্দ। আর দেশে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তবে সে বড় হয়ে সাকিব আল হাসানের মতো অল রাউন্ডার হতে চায়। ভবিষ্যতে লাল-সবুজ জার্সি পরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করার স্বপ্ন সাদিদের।




Archives
Image
বরিশালের গৌরনদীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ : ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার