Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ৩:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল উজিরপুর প্রেসক্লাবে সাংবাদিক মাইনুল হাসান স্বরনে দোয়া ও মোনাজাত 
Saturday October 2, 2021 , 6:50 pm
Print this E-mail this

সাংবাদিক মাইনুল হাসান ২০০৪ সালের ২ অক্টোবরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন

বরিশাল উজিরপুর প্রেসক্লাবে সাংবাদিক মাইনুল হাসান স্বরনে দোয়া ও মোনাজাত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার উজিরপুর উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে প্রায়ত সাংবাদিক, দৈনিক ইত্তেফাক সাবেক বরিশাল প্রধান, বরিশাল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাইনুল হাসানের ১৭ তম মৃত্যু বার্ষীকি পালিত হয়েছে।  শনিবার বেলা ১২ টায় উপজেলা প্রেসক্লাবের কার্য্যালয়ে মরহুমের আত্মার চিরশান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময়  উপস্থিত ছিলেন-উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল রহিম সরদার, সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি, সিনিয়র সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নাজমুল হক মুন্না, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য ও রবিউল ইসলাম,নাসির শরিফ প্রমুখ।

সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের পক্ষ থেকে শনিবার সকাল ১০টায় বরিশাল নগরীর বগুড়া রোড মুসলিম গোরস্থানে তার কবর জিয়ারত করা হয়। এসময় উপস্থিত ছিলেন-সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বিপ্লবী বাংলাদেশের প্রকাশক নুরুল আলম ফরিদ, বরিশাল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম চুন্নু, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, সাংবাদিক জাকির হোসেন, বেলায়েত বাবলু, জুয়েল রানা ও আরিফুর রহমান প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন নাট্যাভিনেতা সিরাজুম মুনির টিটু। এরপূর্বে তাঁর কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সাংবাদিক মাইনুল হাসান ২০০৪ সালের ২ অক্টোবরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।




Archives
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার