Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১২:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যান প্রার্থীসহ নিহত ২ 
Wednesday March 17, 2021 , 10:03 pm
Print this E-mail this

দুর্ঘটনায় নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে থানায় প্রেরণ

বরগুনায় সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যান প্রার্থীসহ নিহত ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার আমতলীতে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে আমতলী উপজেলার মহিষকাটা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরো দুইজন গুরুতর আহত হয়। এর মধ্যে প্রাইভেকারে থাকা মো. আনোয়ারুল হক (সাগর) এর অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন-বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী তৌফিক শিকদার (৪০) কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক তুহিন মৃধা (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে প্রাইভেটকারযোগে বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের তৌফিক, তুহিন ও অপর এক আরোহী ব্যবসায়ী আনোয়ারুল হক (সাগর) পটুয়াখালী যাচ্ছিলেন। এসময় পটুয়াখালী-কুয়াকাটা সড়কের মহিষকাটা বাস ষ্ট্যান্ডের কাছাকাছি পৌছলে প্রাইভেট কারটি একটি টমটমকে (টেম্পু) সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তৌফিক ও আরোহী তুহিন মৃধা প্রাণ হারান। আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুত্বর আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সংবাদ পেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন