Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বধূ সাজে পরীক্ষার হলে কলেজছাত্রী! 
Wednesday November 24, 2021 , 5:26 pm
Print this E-mail this

বিয়ের চেয়ে শিক্ষাকে বড় করে দেখানোর এই যে প্রয়াস, তাকে শ্রদ্ধা জানাচ্ছি

বধূ সাজে পরীক্ষার হলে কলেজছাত্রী!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বধূ সাজে বাকি পাঁচজন শিক্ষার্থীর সঙ্গে পরীক্ষা দিতে এসেছেন ভারতের শিবাঙ্গী নামে এক তরুণী। আর সেই মুহূর্তের কয়েকটি ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক সংবাদমাধ্যমে। সেখানে ভালো-মন্দ মন্তব্যে ভরে উঠছে একাধিক ব্যক্তির। কেউ কেউ বলেছেন, এতোটা বাড়াবাড়ি না করলেই কি নয়! শিবাঙ্গীর ইচ্ছেটা অতিরঞ্জিত!’ তাদের পাল্টা উত্তর দিয়ে অন্য একটি অংশ বলছে, ‘নিন্দুকদের কথায় কান দিও না শিবাঙ্গী। বিয়ের চেয়ে শিক্ষাকে বড় করে দেখানোর তোমার এই যে প্রয়াস, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। অন্য একজনের কথায়, নিজের চোখ দিয়ে অপরকে বিচার করা বন্ধ করুন। শিক্ষাকে শিবাঙ্গী যে গুরুত্ব দিয়েছেন, সেটাকেই বড় করে দেখুন। সব শুনে মন্দ কথার জবাব দিয়েছেন শিবাঙ্গীও। বলছেন, আমার বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পরই পরীক্ষার তারিখ দেয়। দিনটি বাতিল করা আমাদের পরিবারের পক্ষে সম্ভব ছিল না। আর বিয়ের দিন সকাল থেকেই প্রথা মেনে পাত্র-পাত্রীর বাড়িতে নানা অনুষ্ঠান লেগেই থাকে। তাতে কনেকে অংশ নিতে হয়। আমি ব্যতিক্রম নই। তাই বিয়ের পোশাক পরে পরীক্ষা দিয়েছি। তা দেখে কেউ তির্যক মন্তব্য করতেই পারেন। তবে আমি মনে করি, বিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে পারে। কিন্তু পরীক্ষা নয়। ব্যাচেলার অব সোশ্যাল ওয়ার্ক (বিএসডব্লিউ) বিভাগের অধ্যায়নরত শিবাঙ্গী। হবু স্বামীর বিষয়ও একই। দুইজনই শান্তিনিকেতন কলেজের শিক্ষার্থী।

সূত্র : ইন্ডিয়া টুডে, নিউজ ১৮




Archives
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে নবজাতককে ফেলে রেখে মা উধাও
Image
দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
Image
৫ লাখ লিফলেট বিলি করছে বিএনপি, কী আছে এতে?
Image
মিল্টন সমাদ্দারের স্ত্রী ডিবিতে