Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২৭, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহ লঞ্চ ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন 
Tuesday November 9, 2021 , 12:07 pm
Print this E-mail this

দেশব্যাপি ওএমএসও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, সমাবেশ শেষে নগরীতে এক বিক্ষোভ মিছিল

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহ লঞ্চ ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চাল, ডাল, তেল, চিনি, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেশব্যাপি ওএমএসও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা সহ জিজেল, কেরোসিন এবং এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য এবং বাস, লঞ্চ ভাড়া প্রত্যহার করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি। মঙ্গলবার (নভেম্বর ৯) সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালিত হয়। বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ কৃষক খেত মজুর সমিতি কেন্দ্রীয় সদস্য কমরেড উপাধ্যক্ষ হারুন-অর রশিদ, বাংলাদেশ কৃষক খেত মজুর সমিতি বরিশাল জেলা সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আমির আলী, গণনাট্য সংস্থা বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক বীরেন্দ্র নাথ রায় ও জাতীয় গনতান্ত্রিক শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড জাফর আহমেদ তালুকদার প্রমুখ। এসময় বক্তরা বলেন, সরকার আজ দেশের অসহায় সাধারণ শ্রমজীবী মানুষের গলায় পাড়া দিয়ে কোটি কোটি টাকা লুঠপাট করে আয়েশি জীবন-যাপন করছেন। সরকার একটি উন্নয়নের তকমা দেখিয়ে দেশের নিত্যপ্রয়োজনী পণ্যের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। অন্যদিকে ডিজেল কেরোসিনের মূল্যে বৃদ্ধির কারণে কৃষকদের মধ্যে এক ধরণের হতাশা দেখা দিয়েছে। তাই  দ্রুত দ্রব্যমূল্য সহ ডিজেল, কেরোসিনের মূল্য কমিয়ে বৃদ্ধি করা লঞ্চ ও বাসভাড়া প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহবান জানান। সমাবেশ শেষে নগরীতে এক বিক্ষোভ মিছিল করে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ